এইমাত্র
  • ঢাকার আশপাশে ৮টি আয়নাঘরের সন্ধান পেয়েছে কমিশন
  • অভিষেকের জন্যই নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন ঐশ্বরিয়া!
  • খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ নভেম্বর
  • মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বহাল রেখেই ঢাবির ভর্তি প্রক্রিয়া শুরু
  • রাজনৈতিক নেতৃত্বরাই দেশ পরিচালনা করবে, এটাই বাস্তবতা: সুলতান সালাউদ্দিন
  • নির্বাচন কমিশনকে জরুরি ৯ নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের
  • সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
  • মিসরে যাওয়ার ঘোষণা মেহজাবীন চৌধুরীর, সঙ্গী 'প্রিয় মালতী'
  • গুম কমিশনে জমা পড়েছে ১৬ শতাধিক অভিযোগ
  • পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল
  • আজ মঙ্গলবার, ২১ কার্তিক, ১৪৩১ | ৫ নভেম্বর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    শিক্ষকের পর এবার হল ছাত্রকে রাতভর পিটিয়েছে ছাত্রদল

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পিএম

    শিক্ষকের পর এবার হল ছাত্রকে রাতভর পিটিয়েছে ছাত্রদল

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পিএম

    ঢাকা কলেজের দক্ষিণায়ন হলে ম্যানার ভঙ্গ হয়েছে এ অভিযোগে সিনিয়র শিক্ষার্থী কর্তৃক এক জুনিয়র শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১ ঘটিকা থেকে রাত ৪ ঘটিকা পর্যন্ত ওই শিক্ষার্থীর ওপর নির্যাতন চালায় অনার্স চতুর্থ বর্ষের একই রুমের চার শিক্ষার্থী। নির্যাতনের স্বীকার শিক্ষার্থীর নাম মারুফ রেজা। তিনি ২০২১-২২ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

    নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক হাবিব হাওলাদার শিহাব ওরফে আশফাকুর রহমান শিহাব। তিনি হিসাববিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। নির্যাতনে জড়িত অন্যান্য অভিযুক্তরা হলেন ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আল রাহাত ওরফে আফজাল হোসাইন, অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন ও ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান অর্নব। সিনিয়র এই চার শিক্ষার্থী মারধর ও হেনস্তার সাথে জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

    নির্যাতনের সাথে জড়িত আল রাহাত বলেন, এটা কোনো নির্যাতনের বিষয় নয় , তার সাথে কথাকাটাকাটি হয়েছে। একটা ছেলে যদি সিনিয়রদের বেয়াদবি করে সরি না বলে উল্টো সিনিয়র আনার হুমকি দিয়েছে। আমার রুমে গেস্ট আসতেই পারে, সেই গেষ্টের সাথে যদি সে বেয়াদবি করে সেক্ষেত্রে ক্ষমা না চায় তাহলে তার রুমে থাকা ঠিক হবে কিনা। মারধর তো আর করিনি, গালাগালি বলতে সেরকম কিছু না, সরি না বলে যখন চুপ করে থাকে, চোখ পাকায় সেক্ষেত্রে রেগে একটু ঝাড়ি দিয়েছি।

    ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আমি মারুফ রেজা ঢাকা কলেজের ইংলিশ বিভাগের ২য় বর্ষের (২১-২২ সেশনের) ছাত্র। গতকাল রাতে আমার জীবনের সব থেকে জঘণ্য কালো অধ্যায়ের রচনা হয়। ঢাকা কলেজের দক্ষিণায়ণ হলে ৩০১ নাম্বার রুমে গতকাল রাত ১ টা থেকে ৪ টা পর্যন্ত আমার উপর চলে অকথ্য নির্যাতন। যারা নির্যাতন করে তারা হলো, রাহাত ( দক্ষিণায়ণ ৩০১, ম্যানেজমেন্ট ৪র্থ বর্ষ), সালাউদ্দিন (পরিচয় জানতে পারিনি), শিহাব (৪র্থ বর্ষ, নর্থ হল) এবং অর্ণব (৪র্থ বর্ষ, ম্যানেজমেন্ট বিভাগ,দক্ষিণায়ণ)। সালাউদ্দিন ভাই রুমে অকথ্য ভাষায় গালাগালি করছিলো। এক পর্যায়ে আমি সালাউদ্দিন ভাই কে বলি ভাইয়া গালাগালি কইরেন না ছোট ভাই পড়ছে পাশে, এর পর আমার উপর তেড়ে আসে মারার জন্য। এক পর্যায়ে আমার রুমের রামিম ভাই এবং ৪ তলার রাহাত ভাই ঠেকাতে আসলে তাদের গালাগালি করে। এর পর রাহাত ভাই নর্থ হল থেকে সিহাব ভাইকে ডেকে এনে রুম আটকিয়ে দেয় এর পর রাত ১ টা থেকে ৪ পর্যন্ত আমার উপর নির্যাতন করে এবং এক পর্যায়ে আমি স্যারদের বলার জন্য ফোন দিতে গেলে আমাকে ভয়ভীতি দেখানো হয় এবং মেরে ফেলার হুমকি দেয়। আমি সেসময় কি করবো বুঝতে পারছিলাম না তখন ডিপার্টমেন্টের বন্ধু সিআর ইমরান কে কল দিয়ে বাঁচাতে বললে সে রাত সাড়ে ৪ টার সময় আমার হলের নিচে আসে তারপর আমি বের হয়ে যাই । তাকে আমি সব খুলে বললে সে আমাকে কলেজ গেইট পযর্ন্ত এগিয়ে দিয়ে যায়। তারপর সেখান থেকে বড় ভাইয়ের ঢাবির হলে ঢুকে পড়ি এরপর সকালে বাড়ি চলে আসছি।

    নির্যাতনের সময়কার ২৪ মিনিটের একটি অডিও ক্লিপ থেকে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীকে গালাগালি ও হেনস্থা করতে শোনা যায়। একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে রুম থেকে বের হয়ে যেতে বলা হয়, তরে কে বাচাঁবে ? তোর কে বড় ভাই আছে ? তাকে ফোন দে , ইত্যাদি বলা হয় এই কথা বলার পর বেশ কয়েকটি মারের শব্দ শোনা যায়। পুরো সময়জুড়েই অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়।

    শিক্ষার্থী নির্যাতনে ছাত্রদলের এক নেতা জড়িত থাকার বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন বলেন, ঘটনাটা আমি এখনও বিস্তারিত জানিনা। আমরা এখন ঘটনা তদন্ত করবো এবং যারাই জড়িত থাক, তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগাঠনিক ব্যবস্থা গ্রহণ করবো। ঘটনার সত্যতার জন্য তদন্ত কমিটি গঠন করে আগামীকাল দিনের মধ্যে আমরা ব্যবস্থা নিবো।

    নির্যাতনের ঘটনার বিষয়ে ঢাকা কলেজ দক্ষিণায়ণ হলের প্রভোস্ট জাহাঙ্গীর আলম বলেন, আমি অবশ্যই শক্ত পদক্ষেপ গ্রহণ করবো। শুরুতে যদি আমি কঠিন পদক্ষেপ গ্রহণ না করি তাহলে এটা অন্য রুমেও ঘটতে পারে। এমন পদক্ষেপ নিবো যেন ভবিষ্যতে শিক্ষা হয়ে থাকে। ভুক্তভোগী শিক্ষার্থী মারুফের সাথে ফোনে কথা হয়েছে ও বাড়িতে চলে গেছে। যেহেতু ও নাই এজন্য পদক্ষেপ নিতে পারছি না। আমি অধ্যক্ষ স্যারের সাথে কথা বলেছি। হলের শৃঙ্খলাবিরোধী যেকোন বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করব।

    এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ঘটনাটি বিস্তারিত জানার জন্য আমি হল প্রোভোস্টকে ডেকেছি। হল প্রোভোস্টের বক্তব্য অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…