এইমাত্র
  • ছুটি শেষে ফিরতি যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়তি চাপ
  • মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ
  • বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৭৯ লাখ টাকার টোল আদায়
  • ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান, হতাশ টিউলিপ
  • নেত্রকোনায় একদিনে তিন উপজেলায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু
  • দুপুরে আজীবনের জন্য বহিষ্কার, বিকালেই প্রধান বক্তা!
  • বিমান দুর্ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’ শাহরুখ খান
  • যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি ‘হয়ে গেছে’: ট্রাম্প
  • মোদীর রাজ্যে ভয়াবহ প্লেন দুর্ঘটনা, মমতার গভীর শোক
  • আজ শুক্রবার, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৩ জুন, ২০২৫
    বিনোদন

    সিনেমা হলে নারী দর্শকের হাতে চড় খেলেন অভিনেতা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৪:০৩ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৪:০৩ পিএম

    সিনেমা হলে নারী দর্শকের হাতে চড় খেলেন অভিনেতা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৪:০৩ পিএম

    সিনেমা শেষ হওয়ার পর সাধারণত দর্শকদের সঙ্গে কথা বলেন পরিচালক-কলাকুশলীরা। দর্শক প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য মুখিয়ে থাকেন শিল্পীরা। কেননা দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই কাজ করে থাকেন তারা। কিন্তু এবার এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল, যা রীতিমতো অবাক করা কাণ্ড।

    সিনেমা হলে এক নারী দর্শকের হাতে চড় খেলেন তেলেগু অভিনেতা এনটি রামাস্বামী। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মাল্টিপ্লেক্সে সিনেমার প্রদর্শন শেষে পর্দায় ভাসছে সিনেমা সংশ্লিষ্ট নানা বিবরণী। পর্দার সামনে প্রস্তুত মঞ্চ। একে একে সিনেমার পাত্র-পাত্রীরা মঞ্চে গিয়ে দাঁড়ান। তাদের সঙ্গে দাঁড়ান রামাস্বামী।

    সিনেমার পাত্র-পাত্রীরা মঞ্চে দাঁড়ানোর কয়েক সেকেন্ড পরই দর্শক সারি থেকে দৌড়ে মঞ্চে উঠেন মধ্যবয়সি সেই নারী। ক্ষিপ্ত হয়ে আক্রমণ করেন রামাস্বামীকে। থাপ্পড় মারেন তাকে। এমনকি কলার ধরে টানাহেঁচড়া করেন। প্রশ্ন করতে থাকেন- তুমি কেন এই জুটিকে (সিনেমার প্রধান তারকা জুটি) সমস্যায় ফেললে?

    ভিডিও ক্লিপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা এর তীব্র নিন্দা প্রকাশ করেছেন। কেউ কেউ পর্দা ও বাস্তবজীবনের পার্থক্য বোঝার গুরুত্ব জানিয়েছেন। আবার একাংশ বলছেন, ঘটনাটি পরিকল্পিত ও সাজানো, যা কেবলই সিনেমার প্রচারণায় পিআর স্টান্ট।

    জানা যায়, কয়েক দিন আগে মুক্তি পেয়েছে তেলেগু সিনেমা 'লাভ রেড্ডি'। এ সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন এন. টি. রামাস্বামী। সিনেমায় নায়ক-নায়িকার বিচ্ছেদের কারণ ছিলেন তিনি। যেকারণে তার ওপরে চড়াও হন সেই নারী দর্শক। স্মরণ রেড্ডি নির্মিত 'লাভ রেড্ডি' সিনেমাটি ১৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নতুন মুখ অঞ্জন রামচেন্দ্র ও শ্রাবণী।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…