দেশের কোনো আলেম টাকা পাচার করে বিদেশে বাড়ি করেননি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর পৌর শহরের বড় মাঠে বিরামপুর ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে ইসলামী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি, তাতে একটি ব্যাংক ৫০ হাজার টাকার চেক দিলেও টাকা প্রদানের সমস্যা হয়। যারা দেশের সঙ্গে এমন আচরণ করেছে, তারা কখনো দেশের মঙ্গল চায়নি।
তিনি বলেন, ‘আলেমরা কখনো নেশা করেন না। সমাজ থেকে নেশা দূর করতে পুলিশ একা কাজ করলে পারবে না, এতে সম্মিলিতভাবে মসজিদে ইমাম, শিক্ষক, ইউএনও, ডিসি-এসপিসহ সবাইকে এগিয়ে আসতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে জামিয়া আজিজিয়া আনোয়ারুল উলুম বাংলাহিলি মাদরাসার মহাপরিচালক শামসুল হুদা খান উপস্থিত ছিলেন।
এফএস