এইমাত্র
  • শপথ নেওয়ার পর যা বললেন উপদেষ্টা ফারুকী
  • ‘নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব না’
  • একদিনে ইসরাইলে ১১ বার হামলা হিজবুল্লাহর, ব্যাপক ক্ষতি
  • টান টান উত্তেজনার পর স্বাভাবিক হচ্ছে গুলিস্তান
  • বাসসের নতুন চেয়ারম্যান আনোয়ার আলদীন
  • শপথ নিলেন তিন উপদেষ্টা
  • ডিসেম্বরে শুরু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ
  • দুই হাজার টাকা নিয়ে বিয়ে, বিবাহবার্ষিকীতে জানা গেল আলভীর স্ট্রাগলের গল্প
  • পাচারের অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সহযোগিতা চাইলেন ড. ইউনূস
  • ‘চেষ্টা করব আমাদের ছেলেরা যেন আরেকটু আত্মবিশ্বাসী হয়’
  • আজ রবিবার, ২৬ কার্তিক, ১৪৩১ | ১০ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    বিয়ের মেহেদির রং মোছার আগেই প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল প্রবাসীর

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পিএম

    বিয়ের মেহেদির রং মোছার আগেই প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল প্রবাসীর

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১২:৩৫ পিএম

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সোহান আহমদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

    সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ইনাতগঞ্জ বাজারে হামলার ঘটনা ঘটে।

    নিহত সোহান উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়ার পুত্র। প্রায় ৮ বছর পর সম্প্রতি সৌদি আরব থেকে দেশে এসে বিয়ে করেন সোহান। হাতের মেহেদীর রং মোছার আগেই হলেন খুন। এ ঘটনায় নববধূ ও পরিবারের মাঝে চলছে শোকের মাতম।

    এ ঘটনায় আহতরা হলেন- সোহানের চাচাতো দুই ভাই সৌদি আরব প্রবাসী নুর আলমের পুত্র মোসাদ্দেক আলম (২৪) ও আবু সায়েদের পুত্র শহীদুল্লা (২৫)।

    স্থানীয়রা জানান, ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র নুরকাছ ও তার সহযোগীদের সঙ্গে নিহত সোহানের তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে সোহানের ওপর হামলা চালায় নুরকাছ ও তার সহযোগীরা।

    এ সময় সোহানকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত করে নুরকাছ ও তার সহযোগীরা। সোহানকে বাঁচাতে অপর দুজন এগিয়ে আসলে তাদেরকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় সোহান ও মোসাদ্দেককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাত সাড়ে ৭টার সময় সোহানের মৃত্যু হয়। গুরুতর আহত মোসাদ্দেকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি থমথমে অবস্থা বিরাজ করছে।

    নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। অভিযুক্তদের ধরতে চলছে অভিযান।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…