এইমাত্র
  • ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত
  • ছুটি শেষে ফিরতি যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়তি চাপ
  • মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ
  • বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৭৯ লাখ টাকার টোল আদায়
  • ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান, হতাশ টিউলিপ
  • নেত্রকোনায় একদিনে তিন উপজেলায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু
  • দুপুরে আজীবনের জন্য বহিষ্কার, বিকালেই প্রধান বক্তা!
  • বিমান দুর্ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’ শাহরুখ খান
  • যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি ‘হয়ে গেছে’: ট্রাম্প
  • আজ শুক্রবার, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৩ জুন, ২০২৫
    খেলা

    রোনালদোর পেনাল্টি মিস, কিংস কাপ থেকে বিদায় আল-নাসরের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০২:১৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০২:১৩ পিএম

    রোনালদোর পেনাল্টি মিস, কিংস কাপ থেকে বিদায় আল-নাসরের

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০২:১৩ পিএম

    বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের পায়ের জাদুতে ফুটবলবিশ্বকে মাতিয়ে রাখেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পায়ের জাদুতে তার আল-নাসর জয় পেয়েছে বহু ম্যাচে। আল-নাসরের হয়ে চলতি মৌসুমটাও দুর্দান্ত শুরু করেছিলেন রোনালদো। নিজের সেরাটা দিয়ে আল নাসরকে একের পর এক জয় এনে দিয়েছেন তিনি।

    কিন্তু অবশেষে ব্যর্থতার তিক্ত স্বাদ পেলেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি পেয়েছিল তার দল, ফলে আরো একবার দলের রক্ষাকর্তা হওয়ার সুযোগ ছিল রোনালদোর সামনে। কিন্তু রোনালদো গোল করতে ব্যর্থ হওয়ায় সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায় নিতে হয়েছে আল-নাসরকে। আর তাতেই দলের রক্ষাকর্তা হওয়ার পরিবর্তে রোনালদো হয়ে গেলেন ভিলেন ।

    শেষ মুহূর্তের যোগ করা সময়ের খেলা চলছিলো। আল-তাউয়ুনের বিপক্ষে ০-১ গোলে পিছিয়ে থাকা আল নাসর পায় একটি পেনাল্টি। তবে ৯৬তম মিনিটে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেলেও বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দেন ক্রিস্তিয়ানো রোনালদো। ব্যর্থ হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

    অন্যদিকে, শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আল-তাউয়ুন। ম্যাচের ৭১ মিনিটে, ওয়ালিদ আল-আহমেদের গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল-আহমেদই নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে আল নাসরকে সমতার সুযোগ করে দেন।


    কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ আল নাসর। সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর প্রথম ১৮টি পেনাল্টিতে গোল করা রোনালদো এবার বাইরে মেরে বসেন।

    কিংস কাপ থেকে বিদায় নিলেও মৌসুমে রোনালদোদের সামনে এখনো দুটি শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। তবে সৌদি প্রো লিগে আট ম্যাচ শেষে তারা শীর্ষ দল আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…