টানা ২৩ দিন বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য রাঙামাটির দুয়ার খুলছে আগামী ১ নভেম্বর থেকে। আজ বুধবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।
আগামী ১ নভেম্বর থেকে রাঙ্গামাটিতে পর্যটকরা ভ্রমণ করতে পারবে। তবে এখনই সাজেক ভ্রমণের দ্বার খুলছে না পর্যটকদের জন্য। যেহেতু সাজেক খাগড়াছড়ি হয়ে যেতে হয় তাই ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা উঠার পর পর্যটকরা সাজেক যেতে পারবে।
এদিকে, নভেম্বর মাসে হোটেল মোটেলে ৩০ ভাগ ছাড়ের ঘোষণা দিয়েছেন রাঙামাটি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সেলিম
এর আগে, গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৩ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় রাঙ্গামাটি জেলা প্রশাসন। এসময় রাঙ্গামাটির সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানানো হয়। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে বিপাকে পড়ে এ খাতের সংশ্লিষ্ট হাজারো মানুষ।
গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষ হয়। এ ঘটনার রেশ না কাটতেই ১ অক্টোবর খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারও সংঘাতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক নেতৃবৃন্দ, রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এইচএ