এইমাত্র
  • ‘নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব না’
  • একদিনে ইসরাইলে ১১ বার হামলা হিজবুল্লাহর, ব্যাপক ক্ষতি
  • টান টান উত্তেজনার পর স্বাভাবিক হচ্ছে গুলিস্তান
  • বাসসের নতুন চেয়ারম্যান আনোয়ার আলদীন
  • শপথ নিলেন তিন উপদেষ্টা
  • ডিসেম্বরে শুরু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ
  • দুই হাজার টাকা নিয়ে বিয়ে, বিবাহবার্ষিকীতে জানা গেল আলভীর স্ট্রাগলের গল্প
  • পাচারের অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সহযোগিতা চাইলেন ড. ইউনূস
  • ‘চেষ্টা করব আমাদের ছেলেরা যেন আরেকটু আত্মবিশ্বাসী হয়’
  • চলতি মাসের ৯ দিনে এলো সাড়ে ৬৫ কোটি ডলার রেমিট্যান্স
  • আজ রবিবার, ২৬ কার্তিক, ১৪৩১ | ১০ নভেম্বর, ২০২৪
    তথ্য-প্রযুক্তি

    একবার চার্জ দিলে ব্যাটারি চলবে ৫০ বছর

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৫৫ পিএম
    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৫৫ পিএম

    একবার চার্জ দিলে ব্যাটারি চলবে ৫০ বছর

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৫৫ পিএম

    কেমন হবে বলুন তো, যদি ফোনে একবার চার্জ দিয়ে তা ৫০ বছর ব্যবহার করতে পারেন। শুনে অবাস্তব মনে হলেও এমনই একটি ব্যাটারি তৈরি করেছে চীনা স্টার্টআপ সংস্থা বেটাভোল্ট টেকনোলজি। এই সংস্থা এ বছর জানুয়ারি মাসেই এমন একটি ব্যাটারি নিয়ে এসেছে।

    এই ব্যাটারিতে একবার চার্জ দিলে একটানা ৫০ বছর পর্যন্ত চলবে, আর চার্জ দেওয়ার প্রয়োজন হবে না। এটি কোনো লিথিয়াম আয়ন ব্যাটারি নয়, এটিকে বলা হয়েছে নিউক্লিয়ার চার্জ ব্যাটারি বা অ্যাটমিক এনার্জি ব্যাটারি।

    একটি কয়েনের থেকেও ছোট্ট আকারে এই ব্যাটারিতে রয়েছে নিকেল ৬৩ আইসোটোপ। এর আণবিক শক্তি দিয়েই চলবে ব্যাটারি। এই ব্যাটারির মাপ এখনকার সাধারণ ব্যাটারির মাপের মত নয়। এর দৈর্ঘ্য, প্রস্থ যথাক্রমে ১৫ মিলিমিটার করে এবং উচ্চতা ৫ মিলিমিটার। এতে শক্তি প্রবাহের জন্য রাখা হয়েছে হীরের সেমিকন্ডাক্টর। এই ব্যাটারিতে ৩ ভোল্টে ১০০ মাইক্রোওয়াট শক্তি উৎপন্ন হয়।

    সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ২০২৫ সালের মধ্যেই এই ব্যাটারিতে ১ ওয়াট শক্তি উৎপাদনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। বিংশ শতাব্দীতে তেজস্ক্রিয় পদার্থ ক্ষয়ের কারণে শক্তি নির্গত হয় আর এই শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই ব্যাটারি -৬০ ডিগ্রি থেকে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কাজ করতে সক্ষম।

    এই তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষয়কাল শেষ হয়ে গেলে এটি একটি তামার স্থিতিশীল আইসোটোপে পরিণত হয়। ফলে এটিতে পরিবেশের কোনো ক্ষতি হয় না।

    সূত্র: ইকোনোমিকস টাইম

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…