নওগাঁর বদলগাছীতে কালিপুজার মেলা দেখে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পৃথক পৃথক স্থানে ২জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন উপজেলার মথরাপুর ইউপির মথরাপুর গ্রামের হাসুর ছেলে ৮ম শ্রেনীর ছাত্র সজিব হোসেন(১৪) এবং এলাকার চকবেনী গ্রামের রুবী টপ্পর এর ছেলে সাগর টপ্প(২০) এবং অজ্ঞাতনামা আরেকজনের জনের পরিচয় মেলেনি।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মথরাপুর ইউপির গোবরচাঁপায় কালিপুজার মেলা দেখে অটো চার্জারভ্যানে ফেরার সময় সন্ধ্যা ৭টার দিকে গয়েশপুর ব্রীজের নিকট ভ্যান উল্টে গিয়ে মথরাপুর গ্রামের হাসুর ছেলে ৮ম শ্রেনীর ছাত্র সজীব(১৪) নিচে পড়ে যায় এতে সজীব হোসেন মাথায় আঘাত লাগে। সাথে সাথে আহত সজীব হোসেনকে দ্রুত চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার নেয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করে। সজীব হোসেন স্থানীয় মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিলো বলে গেছে।
এদিকে উপজেলার গোবরচাঁপা মেলা দেখে চকবেনী গ্রামের রুবী টপ্পর ছেলে সাগর টপ্প(২০) নিজ বাড়িতে ফেরার সময় রাত ১১টার দিকে চকবেনি মহাথেরো গির্জা বা সুমনের ইটভাটার সামনে পৌঁছামাত্র বিপরীত দিক হতে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক মটরসাইকেলে ধাক্কা দিলে সাগর টপ্প ও সাগর টপ্পের সাথে থাকা অজ্ঞাতনামা অপর একজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা উভয়কে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবিবার মধ্যরাত ২টার দিকে সাগর টপ্প মৃত্যুবরণ করে ও অজ্ঞাত নামা অপরজন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
নিহত ও আহতদের বিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফারহানা এই প্রতিবেদককে বলেন, আপনি সারাদিন অফিসে না এসে এখন আহত ব্যক্তির পরিচয় জানতে চাচ্ছেন। আপনি কাল আসেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহজাহান আলী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহতের ব্যাপারে আমাকে কেউ জানায়নি আর থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি।
এমআর