এইমাত্র
  • পোশাক শ্রমিকদের বেতন বেড়েছে ৯ শতাংশ
  • এখন ঢাকায় ইউরোপের নতুন ৮ দেশের ভিসা মিলবে
  • এশিয়া কাপ চ্যাম্পিয়নদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
  • আইনজীবী সাইফুল হত্যার কথা স্বীকার, ১৩ জনের নাম বললেন চন্দন দাস
  • কুষ্টিয়ায় পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে দুই নারী গ্রেফতার
  • ধর্মীয় আলোচনায় রাশমিকা মান্দানা, মুহূর্তেই ভাইরাল আমির হামজার বক্তব্য
  • মানিকগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংর্ঘষ, নিহত ১
  • বাংলাদেশ নিয়ে ভারতে ফেইক ভিডিও ছড়ানোর অভিযোগ মমতার
  • তিন-চার মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত: বিএনপি
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ভারত: রিজওয়ানা হাসান
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ১০ ডিসেম্বর, ২০২৪
    রাজনীতি

    রাজনৈতিক নেতৃত্বরাই দেশ পরিচালনা করবে, এটাই বাস্তবতা: সুলতান সালাউদ্দিন

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পিএম

    রাজনৈতিক নেতৃত্বরাই দেশ পরিচালনা করবে, এটাই বাস্তবতা: সুলতান সালাউদ্দিন

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পিএম

    'এখন যারা দেশ পরিচালনা করছে, সবাই মিলে তাদের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক নেতৃত্বরাই দেশ পরিচালনা করবে, এটাই বাস্তবতা' বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

    সোমবার (০৪ নভেম্বর) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)'র 'আগামীর বাংলাদেশ' নামক টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

    সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অন্তবর্তীকালীন সরকার সকল ক্ষেত্রেই হয়তো সঠিকভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হচ্ছে না। মানুষের ভুল হবে এটা স্বাভাবিক। ভুল-ত্রুটি থাকতে পারে, তবে একজনের দায় আরেকজনের উপর চাপিয়ে দেবেন তাহলে তো হবে না।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, '৭১ এর স্বাধীনতা যুদ্ধে যে পরিসমাপ্তি ঘটেছে বা তার আগের বায়ান্নর ভাষা আন্দোলন, '৬৯-এর গণঅভ্যুত্থানের আন্দোলনে রাজনৈতিক নেতৃত্বরা নেত্বতৃ দিয়েছিলেন, সংগ্রাম করেছিলেন।

    টুকু বলেন, তৎকালীন শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা দিয়ে নিজে মাঠে যুদ্ধ করেছেন। সমগ্র মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। বর্তমান প্রেক্ষাপটে এখন যদি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বলতেন আমি স্বাধীনতার ঘোষণা দিয়েছি, যুদ্ধ করেছি কেন রাজনৈতিক নেত্ববৃন্দের কাছে ক্ষমতা হস্তান্তর করব?, কারণ দেশ কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দরাই পরিচালনা করে, তাদের সেই অভিজ্ঞতা রয়েছে।

    বিএনপির প্রচার সম্পাদক বলেন, অনেকেই বলার চেষ্টা করে আওয়ামী লীগ-বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ হচ্ছে কিনা। আওয়ামী লীগ আর বিএনপির নীতি-আর্দশ কি এক?, না।

    তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল। বিএনপির প্রতিষ্ঠাতা বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া নয় বছর আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষকে এই সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই গণতন্ত্রের জন্য, ভোটের জন্য লড়াই, সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন।

    যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, একটি দেশের রাষ্ট্র টিকে থাকে দুইটি বিষয়ের ওপর একটি হচ্ছে সেই দেশের গণতন্ত্র আর আইনের শাসন আছে কিনা। এই দুইটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু মানুষ অন্যায়ের দিকে ধাবিত হবে না এবং মানুষের প্রতি মানুষের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, সহযোগিতামূলক সম্পর্ক, সহমর্মিতার সম্পর্ক দিনদিন বৃদ্ধি পাবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…