জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মুন্সিগঞ্জ শহরে র্যালী ও সমাবেশে করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন।
রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দলের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিনে নেতৃত্বে ব্যাপক শোডাউন হয়।
এসময় মিছিলে মিছিলে নেতাকর্মীরা মহিউদ্দিন, মহিউদ্দিন, মহিউদ্দিন শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা শহর।
এদিকে, সকাল ১০ টা থেকে সদর উপজেলার চরকেওয়ার, মোল্লাকান্দি, শিলই, বাংলাবাজার, আধারা, মহকালী, রামপাল, বজ্রযোগিনী ও পঞ্চসার ইউনিয়ন এবং মুন্সীগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরমুখী আসতে শুরু করে।
হাজার হাজার নেতাকর্মীর ভীড়ে বেলা ১১ টা নাগাদ শহরের প্রানকেন্দ্র থানারপুল, পুুরাতন বাসস্ট্যান্ড ও শহর উপকন্ঠের মুক্তারপুর এলাকায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।
পরে দুপুর সাড়ে ১২ টার দিকে বিশাল র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপি'র কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত মানু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মুজিবুর রহমান, সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাশেম প্রমুখ।
উল্লেখ্য, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই মোহাম্মদ মহিউদ্দিন। নিজে থেকে আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষনা না দিলেও শোনা যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হতে যাচ্ছেন তিনি। আর তাই বিপ্লব ও সংহতি দিবসের এ আয়োজনে ব্যাপক শোডাউনের মধ্য দিয়ে বিএনপির এ শীর্ষ নেতা নিজেকে জানান দিলেন বলে মনে করছেন অনেকে।
এমআর