পাবনার ভাঙ্গুড়ায় সড়ক দুর্ঘটনায় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ (৪৮) আহত হয়েছেন।
রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার ভদ্র পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সাংবাদিক আব্দুল আজিজকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত আব্দুল আজিজ জানান, সকালে বাসা থেকে পেশাগত দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেলে উপজেলা মোড়ে যাচ্ছিলাম। ভদ্রপাড়া পার হওয়ার সময় পিছলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হই। পরে পথচারীর সহায়তায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়িতে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আল-আমিন হোসেন সময়ের কন্ঠস্বরকে জানান, আব্দুল আজিজ নামের এক সাংবাদিক আহত অবস্থায় জরুরী বিভাগে এসেছিলেন। আহত ব্যক্তির হাতে হালকা জখম ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।