এইমাত্র
  • লক্ষ্মীপুরে ছাত্র হত্যায় অংশ নেওয়া যুবলীগ ক্যাডার আরজু ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে!
  • শিবিরের কমিটিতে নাম থাকা প্রসঙ্গে যা বললেন পূজা চেরি
  • জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত
  • চাকরি ও বিয়ের ফাঁদে ফেলে নারী পাচারের অভিযোগে ২ চীনা নাগরিক গ্রেফতার
  • একযোগে প্রত্যাহার হচ্ছেন ২০ দেশের রাষ্ট্রদূত
  • রাশমিকাকে নিয়ে মাহফিলে বয়ান, ক্ষমা চাইলেন আমির হামজা
  • বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার ‘ষড়যন্ত্র’ ফাঁস
  • লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টিতে ১৫ সদস্যের দল ঘোষণা
  • ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ
  • জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১১ ডিসেম্বর, ২০২৪
    বিনোদন

    এবার পরকীয়ার অভিযোগ ফিরিয়ে নিয়ে ক্ষমা চাইলেন নিরবপত্নী ঋদ্ধি

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম

    এবার পরকীয়ার অভিযোগ ফিরিয়ে নিয়ে ক্ষমা চাইলেন নিরবপত্নী ঋদ্ধি

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৬:১৪ পিএম

    মডেল ও চিত্রনায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন স্ত্রী কাসফিয়া তাহের চৌধুরী (ঋদ্ধি)। মঙ্গলবার দিবাগত রাতে স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে পরপর দুইটি ফেসবুক স্ট্যাটাস দেন তিনি।

    যেখানে প্রথম স্ট্যাটাসে নিরবপত্নী লেখেন, বউ-বাচ্চা ফেলে সাথে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সঙ্গে আবার যোগাযোগ করে আমি কিছুক্ষণ পর আপলোড করব! যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয়, কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দেব না।

    এর পরের স্ট্যাটাসেই ঋদ্ধি লেখেন, নিরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ আমার মতো মুটিয়ে যাওয়া কদাকার স্ত্রীকে দীর্ঘসময় সহ্য করার জন্য। আমাকে অবশ্য আপনার কখনই পছন্দ ছিল না। তাই আপনার ভালোবাসার মানুষও আমি বিগত ১১ বছরে একদিনের জন্যও ছিলাম না! কিন্তু আপনি আমার সব ছিলেন। দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীকে হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়াদাক্ষিণ্য করে আমার সাথে থাকার জন্য। অ্যাডজাস্ট করে আপ্রাণ চেষ্টা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ।

    তিনি বলেন, আজকে থেকে আপনি সম্পূর্ণভাবে কদাকার সঙ্গহীন হলেন! ঋদ্ধিসংক্রান্ত কোনো রকম আপদ আপনার সুন্দর জীবনের ধারে কাছে আর না। আল্লাহর কাছে দোয়া করি, আপনি আসলেই অসম্ভব ভালো একজন মানুষ যে কখনো কারও খারাপ করতে পারেন না। অন্তত আমি ২০১৪-২০২৪-এর মাঝে কখনো দেখিনি আপনি মানুষ হিসেবে খারাপ। শুধু আমিই ছিলাম আপনার চক্ষুশূল এবং একমাত্র বিরক্তির কারণ। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

    পুরোনো দিনের কথা স্মরণ করে ঋদ্ধি বলেন, ২০১৪ থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার বাবা সন্তানদেরও আগে আপনি ছিলেন আমার প্রথম প্রায়োরিটি। তিনি বলেন, রিলেশনশিপে নাকি ইগো থাকতে হয় না। এজন্য যে কোনো ধরনের ছোট-বড় সমস্যাতেই দাঁত কামড়ে আপনার সাথে ছিলাম। এর জন্যই আপনারও সবচাইতে বড় সমস্যা আমি হয়ে গেলাম। আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে, তারপরও এবার আপনাকে আর কখনই বিরক্ত করব না! আপনার সব সমস্যার কারণ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দিস টাইম উই আর ডান ফরএভার।

    শেষে তিনি বলেন, আমি জানি না পরবর্তী সময়ে আপনার নতুন পার্টনারকে আমি কীভাবে সহ্য করব। শুধু অতটুকুর জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সেই শক্তিটা দেয় যে, আপনাকে আর বিরক্ত করতে আমার না হয়। আপনি যেন অসাধারণ যোগ্য পার্টনার পান সেই দোয়া করি এই আজানের সময়। সরি ফর অল যাই পজেজিভনেস অ্যান্ড মেন্টাল টরচারস। আমাকে মন থেকে মাফ করে দিয়েন।

    নায়কের স্ত্রীর এই স্ট্যাটাসের পরই শোবিজাঙ্গনে আলোচনার ঝড় বয়ে যায়। ভক্তরাও ভেবে নেন নিরবের সংসারও তাহলে ভাঙতে চলেছে।

    তবে আজ (২৭ নভেম্বর) বুধবার দুপুরেই আবারও একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে হাজির হন নিরবপত্নী। যেখানে আগের রাতের দুইটি স্ট্যাটাসের জন্য ক্ষমা চান তিনি। একইসঙ্গে নায়কের স্ত্রী জানান, নিরব তার সঙ্গে প্রতারণা করেননি।

    ঋদ্ধি বলেন, ‘গতকাল রাতে আমার প্রথম স্ট্যাটাসের জন্য আমি ক্ষমাপ্রার্থী। স্পষ্টভাবে বলতে চাই তিনি (নিরব হোসেন) আমার সাথে প্রতারণা করেননি। তার প্রাক্তন একজন তাকে মেসেজ করেছিল। এটি একতরফা সাধারণ যোগাযোগ ছিল। আমি সেই মূহূর্তের একটি স্ট্যাটাস পোস্ট করেছি। এই যোগাযোগের জন্য নিরব কোথাও দায়ী ছিলেন না। তাই এখানে বিবাহবহির্ভূত সম্পর্কের কোনো সমস্যা কিছু নেই।’

    প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর নিরব ভালোবেসে বিয়ে করেছিলেন কাসফিয়া তাহের চৌধুরীকে। তখন তার স্ত্রী ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তবে এ বিয়ে তখন মেনে নেননি নিরবের শ্বশুর। কারণ ১০ মাসের প্রেম শেষে একরকম পালিয়েই বিয়ে করেছিলেন তারা। এরপর ১০ বছর সুখেই সংসার করেছেন এই দম্পতি।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…