নাটোরের বড়াইগম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৩৫) যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি এলাকায় পাবনা-নাটোর মহাসড়কের পাশে মুচিপাড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এখনো লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে কেউ হত্যা করে এখানে তার মরদেহ ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, বিকেলে স্থানীয়রা লুঙ্গি দিয়ে মোড়ানো অজ্ঞাত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় ওই ব্যক্তির পড়নে ছিলো গ্যাঞ্জি ও লুঙ্গি। মোড়ানো লুঙ্গির মধ্যে মরদেহের সাথে একটি ব্যাগও মোবাইল ফোন পাওয়া যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে মরদেহটি এখানে ফেলে গেছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
এআই