এইমাত্র
  • নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
  • বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
  • বান্দরবানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
  • লোডশেডিংয়ের ফাঁকে আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি!
  • কুলিয়ারচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • নেত্রকোনায় ২৪ ঘন্টায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলের আমৃত্যু কারাদণ্ড
  • বগুড়ার শেরপুর পৌরসভার প্রায় ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা
  • নরসিংদীতে কিশোরকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর হত্যা
  • ঢাকা বিমানবন্দর থেকে আ.লীগ নেতা হিমু গ্রেফতার
  • আজ সোমবার, ৩০ আষাঢ়, ১৪৩২ | ১৪ জুলাই, ২০২৫
    দেশজুড়ে

    'আওয়ামী লীগ বৈষম্য সৃষ্টির পাঁয়তারা করছে'

    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:২৭ পিএম
    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:২৭ পিএম

    'আওয়ামী লীগ বৈষম্য সৃষ্টির পাঁয়তারা করছে'

    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:২৭ পিএম

    স্বৈরাচারের দোসররা নতুন করে বৈষম্য সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

    শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সানোড়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন ইয়াছিন ফেরদৌস মুরাদ।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে মুরাদ আরও বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে সর্বোস্তরের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। এদেশে এখনো স্বৈরাচারী হাসিনার দোসররা বৈষম্য সৃষ্টির পায়তারা করছে। তারা বিভিন্ন সময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টায় থাকে।

    এময় হুসিয়ারি দিয়ে মুরাদ আরও বলেন, বিগত ছাত্র জনতার আন্দোলনে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দৌড়ানিতে স্বৈরাচারের দোসর ও অসাধু পুলিশ গত ৩রা আগষ্ট ধামরাই থেকে পালিয়ে গেছে। ঠিক তেমনিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করলে আবার দৌড়ানো হবে, আবার ধামরাইসহ বাংলােশ থেকে বিতারিত করা হবে।

    এসময় হাজার হাজার কর্মী-সমর্থক মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন।

    ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধামরাই থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. জলিল, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ধামরাই থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন সুমনসহ আরও অনেকে।

    এসময় উপস্থিত ছিলেন, ধামরাই থানা শ্রমিক দলের সভাপতি হাজী লোকমান দেওয়ান, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলোর সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিমনসহ আরো অনেকে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…