এইমাত্র
  • সমন্বয়ক রাফিকে শেষ করে দেওয়ার হুমকি ছাত্রলীগের সাবেক নেতা রব্বানীর
  • ছাদ ভেঙ্গে আহত বলিউড তারকা অর্জুন কাপুর
  • ‘টেসলা’র ধাক্কায় গুরুতর জখম অভিনেত্রী মেহের আফরোজ শাওন
  • 'পিনিক'র পোস্টারে খাঁচায় বন্দি চিত্রনায়িকা শবনম বুবলী
  • সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না: জান্নাতুল সুমাইয়া হিমি
  • নিখোঁজের সাতদিন পর সেপটিক ট্যাংকে মিলল যুবকের মরদেহ
  • ‘সংস্কারের নামে বিরাজনীতিকরণের দুরভিসন্ধি দেখতে চাই না’
  • কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫
  • রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে: আমির খসরু
  • রোহিত শর্মাকে অধিনায়ক করে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা
  • আজ শনিবার, ৫ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    সীমান্তের ওপারে রাখাইন মংডু শহর উত্তপ্ত, এপারে নিরাপত্তা জোরদার

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০২:১২ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০২:১২ পিএম

    সীমান্তের ওপারে রাখাইন মংডু শহর উত্তপ্ত, এপারে নিরাপত্তা জোরদার

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০২:১২ পিএম

    কক্সবাজারের টেকনাফ নাফনদীর সীমান্তের ওপারে পাশ্ববর্তী দেশ মিয়ানমার রাখাইন রাজ্যে দু'পক্ষের চলমান সহিংসতা আগের চেয়ে দ্বীগুন বৃদ্ধি পেয়েছে। লাগাতার বিমান হামলায় দেশের সীমান্তবর্তী এলাকায় বিরাজ করছে আতঙ্ক।

    সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৯ ডিসেম্বর) মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা রাখাইন রাজ্যের অন্যতম শহর মংডু এলাকাটি পুরোপুরি দখলে নিয়ে নিয়েছে। বিকাল থেকে উক্ত ঘটনাকে কেন্দ্র টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমার নাফ নদীর জলসীমায় এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক।

    এদিকে বাংলাদেশ জলসীমা ও সীমান্ত সু-রক্ষার দায়িত্বে থাকা সীমান্ত প্রহরী বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা নাফনদী ও সাগরে বাংলাদেশি জেলেসহ সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় ঘুরাফেরা না করার জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী জল-স্থলপথে টহল জোরদার করেছে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন ‘সময়ের কন্ঠস্বর’কে জানান, দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নাফনদে বাংলাদেশি জেলেসহ সকল নৌযান চলাচল বন্ধ রাখার জন্য মাইকিং করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা সদা জাগ্রত রয়েছে রয়েছে।

    বাংলাদেশ কোস্ট গার্ডের চট্টগ্রাম মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সোয়াইব বিকাশ গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, বাংলাদেশ জলসীমায় আমরা কাউকে অনুপ্রবেশ করতে দিবো না। পাশাপাশি টেকনাফ নাফনদীর মধ্যবর্তী স্থানে জালিয়ার দ্বীপ এবং সেন্টমার্টিন দ্বীপ দেশীয় জলসীমা, স্থলভাগের সীমানায় আমাদের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জেলেদের জলসীমা অতিক্রম না করার জন্যও নির্দেশ প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ ‘সময়ের কন্ঠস্বর’কে বলেন, দেশীয় সীমান্ত সু-রক্ষা নিশ্চিত রাখার লক্ষ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নাফনদী ও স্থলেভাগে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা সদা সতর্ক অবস্থানে রয়েছে।

    সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…