২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে সৌদি আরবের নাম ঘোষণাকরেছে ফিফা।
বুধবার (১১ ডিসেম্বর) একটি ভার্চুয়াল সভায় ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করেছে ফিফা।এসময় আরও জানানো হয়, ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজক দেশ হলো- মরক্কো, স্পেন ও পর্তুগাল। এছাড়াও বিশ্বকাপেরশতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।
ফিফার কংগ্রেসে ইংলিশ ও ওয়েলশ বোর্ড এর সম্মতি জানায়। গেলো বছর বিতর্কিতভাবে একক ভাবে সৌদি আরব আবেদনকরেছিলো। তবে এবার একই সাথে ২০৩০ ও ২০৩৪ এর ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশের নাম ঘোষণা করলো ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এর আগে মানবাধিকার ইস্যুতে সৌদি আরব নিয়ে অনেকের আপত্তি থাকার পরও তাদেরকে ৫ এর মধ্যে ৪.২ পয়েন্ট দিয়েছিলফিফা যা ইতিহাসে সর্বোচ্চ।
ফিফা প্রতিবেদনে জানায়, ২০৩৪ ফুটবল বিশ্বকাপে মানবাধিকারের ঝুঁকি রয়েছে । তবে সংস্কারের জন্য এটি নিয়ামক হিসেবেকাজ করতে পারে। তবে যেসব সংগঠন সৌদি আরবের বিশ্বকাপ আয়োজন নিয়ে শুরুতে আপত্তি তুলেছিল, তারা ফিফার এমনমূল্যায়নকে তিরস্কার করেছে।
বিশ্বকাপ আয়োজনে সৌদির এখন অবকাঠামোই প্রধান চ্যালেঞ্জ । বিশ্বকাপে খেলা হবে সর্বমোট ২৩টি স্টেডিয়ামে। এর মধ্যেএকটি কিং সালমান স্টেডিয়াম যার দর্শক ধারণক্ষমতা হবে ৯২,০০০। এই স্টেডিয়ামেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনালম্যাচ। এই স্টেডিয়ামের কাজ ২০৩২ সালে শেষ হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে ।
এমআর