জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমা মুমতাজ এ বছর ‘বুলবুল আজীবন সম্মাননা পদকে’ ভূষিত হয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
বাংলাদেশের নৃত্য জগতের পথিকৃৎ,খ্যাতিমান নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর ১০৬তম জন্মদিনে এই 'বুলবুল আজীবন সম্মাননা পদকে' অলঙ্কৃত করা হয় বাংলাদেশের বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব ড.সোমা মোমতাজকে।
এ বিষয়ে জাবি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এক শুভেচ্ছা বার্তায় বলেন, ড. সোমা মুমতাজ-এর এই পদক লাভ বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মানের। নৃত্য চর্চায় ড. সোমা মুমতাজ দেশব্যাপী পরিচিত, তাঁর নৃত্যচর্চা ও শিল্পমানে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ঋদ্ধ হয়েছে। এ পদক লাভ তাঁর কাজের স্বীকৃতি। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত।
উল্লেখ্য বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা প্রতিবছর গুণী এই শিল্পস্রষ্টার জন্মোৎসব উদযাপন উপলক্ষে প্রতিবছরই একজন বিশিষ্ট নৃত্যব্যক্তিত্বকে ‘বুলবুল আজীবন সম্মাননা পদকে’ সম্মানিত করে থাকে।
পিএম