এইমাত্র
  • একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল
  • এগিয়ে আনা হলো বিপিএলের ফাইনাল
  • শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ : সারজিস
  • গুঁড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান’
  • বগুড়ায় আওয়ামী লীগ ও জাসদ কার্যালয়ে ভাঙচুর-আগুন
  • সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে হামলা ভাঙচুর আগুন
  • ফের রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার
  • ফ্যাসিস্ট সরকারের দোসররা এ দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে : টুকু
  • আশুলিয়ায় সময়ের কন্ঠস্বরের সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা
  • অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩১ | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    রাব্বি হত্যায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম অন্যথায় থানা ঘেরাও

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:২৮ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:২৮ পিএম

    রাব্বি হত্যায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম অন্যথায় থানা ঘেরাও

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:২৮ পিএম

    বরিশালের বাবুগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্র রাব্বি হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন এলাকাবাসী।

    শনিবার সকাল ১০টা ২০ মিনিট থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রীজে ওই কর্মসুচি পালন করছেন নিহতের পরিবার ও কয়েক হাজার এলাকাবাসী। এসময় ঘন্টা খানেক মহাসড়ক বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার। তিনি কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে অনুরোধ করলেও বিক্ষুব্ধ জনতা সড়ক ছাড়তে রাজি হয় নি। পরবর্তীতে তিনি মাইকে ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়ে দেয় জনতা।

    এদিকে ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার না করলে থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন নিহত রাব্বির ভাই জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান।

    এসময় নিহত রাব্বির বোন লামিয়া আক্তার বলেন, আমরা ২ নম্বর আসামী রেজাউল কে ধরে পুলিশের হাতে সোপর্দ করলেও তারা ছেড়ে দেয়। নিখোঁজ ও লাশ উদ্ধারের ৭ দিন পার হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমার ভাইয়ের হত্যাকারিদের গ্রেফতারপূর্বক ফাঁসি চাই।

    জেলা ছাত্রদলের সহ সভাপতি সবুজ আকন বলেন, রাব্বি স্কুল ছাত্র হলেও ছাত্রদলের সকল কর্মসূচিতে অংশ গ্রহন করতো। রাব্বি ছাত্র দলের সক্রিয় কর্মী ছিল। আমরা রাব্বি হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার চাই এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

    উল্লেখ্য যে, রাব্বি হাওলাদার( ১৮) নামের যুবককে হত্যার ঘটনায় চার জনকে আসামি করে মামলা করা হয়েছে।

    বুধবার বিকালে বরিশাল এয়ারপোর্ট থানায় নিহতের বড় ভাই সাব্বির রহমান বাদী হয়ে চাঞ্চল্যকর হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- বাবুগঞ্জ উপজেলার বকশির চর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে সেন্টু হাওলাদার (৪৭), পূর্ব রহমতপুর গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে রেজাউল খান (২৮), একই গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে সাকিব (২৭) ও হাকিম খন্দকারের ছেলে সাগর খন্দকার (২৮)। এছাড়া অজ্ঞাতপরিচয়ে আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। নিখোঁজের চার দিন পর গত বুধবার সকালে পূর্ব রহমতপুর গোডাউন এলাকায় বাচ্চু হাওলাদারের ছোট ছেলে রাব্বি হাওলাদার (১৮) এর লাশ উদ্ধার করে পুলিশ।

    এঘটনায় এয়ারপোর্ট থানা পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে না পারায় শনিবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…