দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম বলেছেন জন সম্পৃক্ত এবং গুরুত্ব বুঝে প্রকল্প নিতে হবে। টি আর, কাবিখা বা কাজের বিনিময়ে খাদ্য সহ এই মন্ত্রণালয়ের অধীনে নানা প্রকল্পে আগে কি ধরণের কাজ হয়েছে সেগুলো ক্ষতিয়ে দেখা হবে। সেজন্য সকল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের বদলী করা হয়েছে।
পাশাপাশি জবাবদিহিতার জন্য আগের কর্মস্থলের তিন বছরের কাজের তালিকা সংগ্রহ করা হয়েছে। এক্ষেত্রে পিআইও বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগের ছয় জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পৃক্ত সকল কর্মকর্তাগনের সাথে মতবিনিয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এবার যে বরাদ্দ হয়েছে তা যথাযথভাবে করতে পারে এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা দেয়া হয়েছে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, বিভাগীয় কমিশনার রায়হান কাওছার ও ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেনসহ ছয় জেলার জেলা প্রশাসক এবং ৪২ প্রকল্প কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পিএম