এইমাত্র
  • রাতেই যেসব অঞ্চলে ১২ ডিগ্রিতে তাপমাত্রা নামতে পারে
  • ৫ নেতাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার
  • মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল
  • রাজনাথ সিংয়ের মন্তব্য ‘শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’
  • আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার
  • অবশেষে প্রাথমিকের শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত
  • সোমবার আসছেন হামজা, পরদিন সমিত সোম
  • সালাউদ্দিনের আশ্বাসে অনশন ভেঙেছেন তারেক
  • প্রথমবার দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল ওমান
  • পাকিস্তানে প্রতিরক্ষা বাহিনীর প্রধান হবেন সেনাপ্রধান
  • আজ সোমবার, ২৫ কার্তিক, ১৪৩২ | ১০ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

    মেহেদী হাসনাত, গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৫ পিএম
    মেহেদী হাসনাত, গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৫ পিএম

    দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

    মেহেদী হাসনাত, গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৫ পিএম

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামী দ্বিতীয় বিবাহ করায় রুবেল সরদার (৩৫) নামে এক ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী।

    সোমবার (০৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রুবেল সরদার বিরামেরকান্দি গ্রামের মনজেল সরদারের ছেলে ও ঘাঘর বাজারের থাই এ্যালুমিনিয়াম ব্যবসায়ী।

    এলাকাসূত্রে জানাগেছে, রুবেল সরদার ১২ বছর আগে বিরামেরকান্দি গ্রামের আমির আলী ফরাজীর মেয়ে রেশমা বেগমের সাথে প্রেমের সম্পর্ক করে বিবাহ করে। বিবাহের পরে রুবেল সরদারের অন্য নারীদের সাথে পরকিয়া থাকায় রেশমা বেগমের সংসারে অশান্তি লেগেই থাকতো। গত ৩ মাস আগে হিন্দু ধর্মের একজন নারীকে বিবাহ করে। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা বেগম সোমবার গভীর রাতে ঘুমের ঘরে নাইফ কাটার ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেয়। রুবেল সরদারের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা রুবেল সরদারকে ঢাকার পপুলার হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টার ধানমন্ডি শাখায় পাঠান।

    রুবেল সরদারের মা সাফিয়া বেগম জানান, আমার ছেলে রুবেল রাতে বাড়িতে আসার পরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে রুবেলের চিৎকার শুনে আমিসহ বাড়ির লোকজন আসলে রুবেলের স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে রুবেলকে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি।

    এব্যাপারে রুবেলের স্ত্রীর রেশমা বেগমের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে তার বোন ফতেমা বেগম বলেন, আমার বোনের ২টি সন্তান থাকা সত্বেও গত ৩ মাস আগে রুবেল হিন্দু ধর্মের একটি নারীকে বিবাহ করে অন্য স্থানে চলে যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেশমা এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনার সাথে আমরা কেউ জড়িত না।

    কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…