এইমাত্র
  • রোহিঙ্গা শনাক্তে ইসিকে ডাটা দেবে ইউএনএইচসিআর
  • সংস্কার বিষয়ে কাল এলডিপির সঙ্গে বসছে ঐকমত্য কমিশন
  • নতুন টাকায় থাকছে না ব্যক্তির ছবি: অর্থ উপদেষ্টা
  • ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে
  • তিন শিশুকে বলৎকার চেষ্টার অ‌ভি‌যো‌গে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
  • মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদণ্ড
  • বাজিতপুরে আগুনে দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
  • গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
  • চাটমোহরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
  • 'চন্দ্রিমা উদ্যান' নাম পরিবর্তন করে পুনরায় 'জিয়া উদ্যান' ঘোষণা
  • আজ বুধবার, ৫ চৈত্র, ১৪৩১ | ১৯ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি বিলুপ্তের দাবিতে অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৭ এএম
    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৭ এএম

    বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি বিলুপ্তের দাবিতে অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৭ এএম

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি অংশ নেওয়া ত্যাগী শিক্ষার্থীদের কমিটিতে স্থান না পাওয়ার অভিযোগ তুলে নব্য নতুন কমিটি বাতিলের দাবিতে ২য় দিনের মতো উত্তরবঙ্গ মহাসড়ক ও রেল পথ অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শেষ খবর সন্ধ্যা সারে ৬ টা পর্যন্ত রাস্তা ব্লগড করে রেখে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

    সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে ৬ টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিম গোল চত্বর মহাসড়ক এলাকায় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এর মধ্যে আধা ঘন্টা যান চলাচলের জন্য ছেড়ে দেওয়া হয় ।এসময় মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ওপর দিকে সেতুর উপর দিয়ে চলাচল রত সিল্কসিটি ও লালমনি এক্সপ্রেস বন্ধ করে দেয় ছাত্ররা। ফলে চরম দুর্ভোগে পড়ে যানবাহনের চালক ও যাত্রীরা।

    এর আগে, গতকাল রবিবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেলে প্রায় আধা ঘন্টা রাস্তা ব্লকেড করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা ফলে উত্তরবঙ্গ মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

    এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, নব্য কমিটি বাতিল করে নতুন করে কমিটি ঘোষণা করতে হবে।এ দাবি না মানলে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ব্লকড অব্যাহত কর্মসূচি অব্যাহত থাকবে। এ জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এ সময় প্রহসনের কমিটির জন্য কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

    উল্লেখ্য, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা একপত্রে ২৮৪ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকে এ কমিটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

    যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

    এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মেহেদী হাসান মুনতাসির বলেন, নতুন কমিটি দ্রুত বাতিল না করলে আরো নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…