এইমাত্র
  • ঈদ সিনেমায় পাঁচ নায়িকার অভিষেক
  • 'অনুশোচনার মতো কিছুই নেই' শেখ হাসিনা চরিত্রে অভিনয় প্রসঙ্গে নুসরাত ফারিয়া
  • এবার ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিলো লেবানন
  • এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না
  • পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ : রিজওয়ান হাসান
  • ১৫ বছরের নিচে হজে যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়
  • সাংবাদিকদের নবম গ্রেডে বেতন ও যোগ্যতা নির্ধারণের প্রস্তাব
  • এবার লেবানন থেকে ইসরাইলে দফায় দফায় রকেট হামলা
  • ভিয়েতনাম থেকে তৃতীয় চালানে এলো ২৯ হাজার টন চাল
  • অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ
  • আজ রবিবার, ৮ চৈত্র, ১৪৩১ | ২৩ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    তালতলীতে সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম
    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম

    তালতলীতে সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম

    ‘সুন্দরবন আমার মা, ধংস হতে দেবো না’- এই প্রতিপাদ্যকে ধারণ করে বরগুনার তালতলীতে সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    ধরীত্রি রক্ষায় আমরা (ধরা), পায়রা ইলিশ রক্ষা কমিটি ও তালতলী চারুকলা একাডেমীর আয়োজনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সভা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

    চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়বস্তু ছিলো 'সুন্দরবন'। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণী নিয়ে 'ক' গ্রুপ এবং চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী ও সপ্তম শ্রেণী নিয়ে 'খ' গ্রুপ গঠন করা হয়। এতে 'ক' গ্রুপে প্রথম স্থান অধিকার করেন সানরাইজ কিন্ডার গার্ডেনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মাহমুদা আক্তার ইমা, দ্বিতীয় স্থান অধিকার করেন সানরাইজ কিন্ডার গার্ডেনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা ও তৃতীয় স্থান অধিকার করেন তালতলী চারুকলা একাডেমীর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাইজা আনজুম অপি। 'খ' গ্রুপে প্রথম স্থান অধিকার করেন তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন ছোট ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আদানি, তৃতীয় স্থান অধিকার করেন সানরাইজ কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ঐশী মনি।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন, তালতলী সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক এম এ হালিম, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন, তালতলী চারুকলা একাডেমীর পরিচালক রফিকুল ইসলাম অন্তর, বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন, ধরা'র (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফ রহমান।

    এসময় আরও উপস্থিত ছিলেন- আমতলী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মো. অনিক মিঞা, সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাইরাজ মাঝি, সাংবাদিক ও পরিবেশকর্মী মোস্তাফিজ, শিক্ষক আব্দুর রহিম, পরিবেশ ও উন্নয়নকর্মী এম, মিলন, চারুকলা একাডেমি সহকারী লামিয়া ও সিয়াম আহমেদ প্রমুখ।

    আলোচনা সভায় বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ভালবাসা দিবসে সবারই উচিত সুন্দরবনকে ভালোবাসা। সুন্দবন বেঁচে না থাকলে বাংলাদেশের টিকে থাকা কঠিন হবে।

    বক্তারা আরো বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। ঘূর্ণিঝড়সহ যেকোন প্রাকৃতিকদূর্যোগে সুন্দরবন আমাদের রক্ষা করে, মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে। সুন্দরবনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আগামী প্রজন্মর মাঝে ছড়িয়ে দিতেই এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…