এইমাত্র
  • ঈদ সিনেমায় পাঁচ নায়িকার অভিষেক
  • 'অনুশোচনার মতো কিছুই নেই' শেখ হাসিনা চরিত্রে অভিনয় প্রসঙ্গে নুসরাত ফারিয়া
  • এবার ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিলো লেবানন
  • এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না
  • পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ : রিজওয়ান হাসান
  • ১৫ বছরের নিচে হজে যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়
  • সাংবাদিকদের নবম গ্রেডে বেতন ও যোগ্যতা নির্ধারণের প্রস্তাব
  • এবার লেবানন থেকে ইসরাইলে দফায় দফায় রকেট হামলা
  • ভিয়েতনাম থেকে তৃতীয় চালানে এলো ২৯ হাজার টন চাল
  • অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ
  • আজ রবিবার, ৮ চৈত্র, ১৪৩১ | ২৩ মার্চ, ২০২৫
    রাজনীতি

    তত্ত্বাবধায়ক সরকার যেন মঈন-ফখরুদ্দিনের মতো না হয়

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৬ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৬ পিএম

    তত্ত্বাবধায়ক সরকার যেন মঈন-ফখরুদ্দিনের মতো না হয়

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৬ পিএম

    সাবেক বিরোধী দলের হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখনো হারুন কে গ্রেপ্তার করতে পারেনি। আমাদের উপর যারা অত্যাচার নির্যাতন চালিয়েছিল তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কারণ তত্ত্বাবধায়ক সরকারের আশেপাশে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরাঘুরি করছে। এই আওয়ামী লীগের প্রেতাত্মারাই শেখ হাসিনাকে তিনবার ক্ষমতায় বসিয়েছে। আর আজ আমাদের লড়াই শুধু তাদের বিরুদ্ধেই। তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই আপনারা মইন ফখরুদ্দিনের মত হবেন না দয়া করে।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি ও দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা আরো বলেন, সাত মাস অতিবাহিত হলেও আপনারা কি একজন আওয়ামী লীগকেও ধরতে পারেননি। ডেভিল হার্ট অভিযান এত দেরিতে কেন শুরু করেছেন।

    জয়নুল আবেদিন ফারুক আরো বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মরেছে আর তাদের কবর দেওয়া হয়েছে দিল্লিতে।

    আওয়ামী লীগের বড় বড় নেতারা বলেছিল বিএনপি'র অস্তিত্ব থাকবে না তাদেরকে এখন বিএনপি'র গণজোয়ার দেখে যাওয়ার অনুরোধ করছি আমি। শেখ হাসিনা তো এখন মোদির আঁচলের তলে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন রাজপথে রয়েছে। হাসিনা দিল্লিতে থাকলেও লাভ নাই তাকে একদিন না একদিন জেল খাটতেই হবে।

    তিনি আরো বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমানের কন্ঠে স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ১৯৯০ সালে এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের বিরুদ্ধে প্রথম কথা বলেছিলেন আমার নেত্রী খালেদা জিয়া। আর ২০২৪ সালে আমার খেটে খাওয়া মানুষেরা বুকে গুলি খেয়ে, হাঁটু পানিতে নেমে, কবরস্থানে ঘুমিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে করা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যিনি তিনি হচ্ছেন তারেক রহমান। আর আমার নেতা তারেক রহমান বলেছিলেন যত দেরিতে নির্বাচন হবে ততই ষড়যন্ত্র বাড়বে। আমার নেতা তারেক রহমান বাংলাদেশ এখনো ৮৫ ভাগ সমর্থন আদায় করার ক্ষমতা রাখেন।

    জয়নুল আবেদিন ফারুক আরো বলেন, সামনে রোজা আসছে। কয়েকজন আলুর সিন্ডিকেট ধরেছিল। কেউ ধরেছে চিনির সিন্ডিকেট। যারা সিন্ডিকেট করেছিল গত ১৬ বছর ধরে তারা এখনো রয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তবে কিছু লেজুড় ভিত্তিক দল আমাদের পিছু লেগেছে। তাদেরকে সাবধান থাকতে বলে দিবেন।

    এ সময় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এসময়, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হেনা আলাউদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারি আবু, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমীর। এ সময়ে জেলার আরো বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

    এর আগে, এদিন বিকাল থেকেই কুমিল্লা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন বিএনপি'র নেতাকর্মীরা। তাদের মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…