এইমাত্র
  • ঈদ সিনেমায় পাঁচ নায়িকার অভিষেক
  • 'অনুশোচনার মতো কিছুই নেই' শেখ হাসিনা চরিত্রে অভিনয় প্রসঙ্গে নুসরাত ফারিয়া
  • এবার ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিলো লেবানন
  • এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না
  • পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ : রিজওয়ান হাসান
  • ১৫ বছরের নিচে হজে যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়
  • সাংবাদিকদের নবম গ্রেডে বেতন ও যোগ্যতা নির্ধারণের প্রস্তাব
  • এবার লেবানন থেকে ইসরাইলে দফায় দফায় রকেট হামলা
  • ভিয়েতনাম থেকে তৃতীয় চালানে এলো ২৯ হাজার টন চাল
  • অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ
  • আজ রবিবার, ৮ চৈত্র, ১৪৩১ | ২৩ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    নওগাঁয় কারাগারে আটক থাকা আ’লীগ নেতার মৃত্যু

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

    নওগাঁয় কারাগারে আটক থাকা আ’লীগ নেতার মৃত্যু

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম

    ভারতীয় জাল রুপিসহ আটক সেই আ’লীগ নেতার মৃত্যু হয়েছে। নওগাঁ জেলা কারাগারে আটক থাকা ওই হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    এদিকে মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে এলাকাবাসী জানান।

    নিহত ব্যক্তির নাম সিদ্দিক হোসেন মোল্লা (৪৫)। তিনি জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে ও পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

    এর আগে গত মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি পরানপুর এলাকার একটি চায়ের দোকানে ভারতীয় জাল রুপি লেনদেনের সময় সিদ্দিক মোল্লা ও মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে মান্দা থানা পুলিশ।

    এসময় তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। এর পর থেকে তারা দুজনেই নওগাঁ কারাগারে হাজতবাস করছিলেন।

    আটক ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান। তিনি বলেন, গত কয়েকদিন আগে গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।

    তিনি আরও বলেন, এ ঘটনায় সম্প্রতি গ্রেপ্তার দু’জনকে ৩দিনের রিমান্ড নেওয়া হয়েছিল। কিন্তু দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে ওই দুজনকে আদালতের মাধ্যমে আবারও নওগাঁ কারাগারে পাঠানো হয় বলেও জানান এই কর্মকর্তা। এরপর শুনতে পাই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    নিহত সিদ্দিক হোসেন মোল্লা কারাগারে আটক ছিলেন বলে নিশ্চিত করেছেন নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম। তিনি মুঠোফোনে বলেন, সিদ্দিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত রাতে আমি তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। তিনি কি কারণে মারা গেছেন সেই বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তবে তিনি অসুস্থ ছিলেন বলে জানান এই কর্মকর্তা।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…