এইমাত্র
  • ৪৬ আসনে এনসিপির প্রার্থী প্রায় চূড়ান্ত
  • নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: শফিকুর রহমান
  • যে কারণে ঝুলে গেল পে স্কেল
  • দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ: রাস্তায় পড়ে আছে ছিন্ন-ভিন্ন মরদেহ
  • সিরিয়ায় আল-শারাকে আইএসের হত্যাচেষ্টা
  • বিবিসির বিরুদ্ধে মামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
  • দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি
  • নৈরাজ্য করলে রাজপথেই আ. লীগকে ধোলাই দেয়া হবে: রাশেদ খাঁন
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার
  • সরকারি মেডিকেল কলেজে আসন কমলো ২৮০টি
  • আজ মঙ্গলবার, ২৬ কার্তিক, ১৪৩২ | ১১ নভেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    জাতিকে অস্থিরতার মধ্যে রেখে পালালেন থাইল্যান্ডের থাকসিন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

    জাতিকে অস্থিরতার মধ্যে রেখে পালালেন থাইল্যান্ডের থাকসিন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

    থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রভাবশালী রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা দেশ ছেড়ে পালিয়েছেন। বৃহস্পতিবার তিনি গোপনে দেশ থেকে বিদায় নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে থাইল্যান্ডের পুলিশ।

    পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ১৭ মিনিটে ব্যাংককের ডন মুয়েয়াং বিমান বন্দর থেকে একটি প্রাইভেট বিমানে চেপে দেশ ছাড়েন থাকসিন। তিনি কোথায় গেছেন, তা এখনও জানা যায়নি এবং বিমানে ওঠার সময়ে আদালতের কোনো লিখিত অনুমতি তার সঙ্গে ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ।

    থাকসিনের আইনজীবী উইনইয়াত চাতমন্ত্রি রয়টার্সকে বলেছেন, তার মক্কেলের দেশত্যাগের ব্যাপারে তিনি কিছু জানেন না। থাকসিনের রাজনৈতিক দল পিউ থাই পার্টির মুখপাত্রদের সঙ্গেও যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোনো মুখপাত্র এ ইস্যুতে মন্তব্য করতে রাজি হননি।

    প্রসঙ্গত, থাইল্যান্ডের জাতীয় রাজনীতিতে থাকসিন সিনাওয়াত্রা এবং তার পরিবার বেশ প্রভাবশালী। ২০০১ সালে প্রথম থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হন তিনি এবং এই পদে মেয়াদ পূর্ণ করেন ২০০৫ সালে। এরপর সেই বছর নির্বাচনে জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রী হন থাকসিন। তবে দ্বিতীয় মেয়াদে এক বছরও টিকতে পারেনি তিনি। ২০০৬ সালে এক সেনা অভ্যুত্থানে পতন ঘটে থাকসিনের নেতৃত্বাধীন সরকারের, এবং লন্ডনে পালিয়ে যান তিনি।

    তবে দেশ ছেড়ে পালিয়ে গেলেও থাইল্যান্ডের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল পিউ থাই পার্টিতে তার প্রভাব ছিল। পিউ থাই পার্টিতে এমনিতেই থাকসিন এবং তার পরিবারের আধিপত্য ব্যাপক। থাকসিনের পরিবার থেকে তিনিসহ এ পর্যন্ত ৬ জন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন। সর্বশেষ প্রধানমন্ত্রী হয়েছিলেন তার মেয়ে পায়েতংতার্ন সিনাওয়াত্রা। ২০২৩ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন পায়েতংতার্ন; তবে ২০২৫ সালের আগস্টে আদালতের আদেশে প্রধানমন্ত্রীর পদ হাতছাড়া হয় তার।

    ২০০৬ সালে দেশত্যাগের পর বিলিওনিয়ার থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল। পায়েতংতার্ন প্রধানমন্ত্রী হওয়ার পর মামলার বিচারকার্যক্রম স্থগিত করা হয়, দেশে ফিরে আসেন ৭৬ বছর থাকসিন।

    এদিকে আগস্টে পায়েতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রীর পদ হারানোর পর রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় পড়ে থাইল্যান্ড। দেশটির রাষ্ট্রপ্রধান ও রাজ মহা ভাজিরালংকর্ন একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগের জন্য আগামীকাল শুক্রবার পার্লামেন্টে ভোটের দিন নির্ধারণ করেন। ঘটনাচক্রে ওই দিনই থাকসিনের ক্ষমতার অপব্যাবহার ও দুর্নীতি মামলার রায় ঘোষণার সময় ধার্য করেন আদালত।

    এই পরিস্থিতিতেই প্রাইভেট বিমানে সবার অলক্ষ্যে দেশত্যাগ করলেন থাকসিন সিনাওয়াত্রা।

    সূত্র : রয়টার্স

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…