এইমাত্র
  • মুন্সিগঞ্জে পুলিশের সামনেই যুবলীগ-ছাত্রলীগের মিছিল
  • আজ রাতে ভারত-বাংলাদেশ ধ্রুপদী লড়াই
  • ১০ মাসে ঢাকায় ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি
  • রাজবাড়ীতে বিএনপি নেতা বহিষ্কার
  • লক্ষীপুরে প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ
  • ৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মামলা
  • চেয়ারম্যান অসুস্থ, আজ পাঠানো হচ্ছে না হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি
  • সাগরে ফের লঘুচাপের আভাস
  • হিলিতে ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা
  • ‘অন্তর্বর্তী সরকার ১৫ মাসে যা করেছে, অতীতে কেউ করতে পারেনি’
  • আজ মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৮ নভেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হানা, নিন্দা ইউটিএলের

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৩ অক্টোবর ২০২৫, ১১:১২ এএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৩ অক্টোবর ২০২৫, ১১:১২ এএম

    সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হানা, নিন্দা ইউটিএলের

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৩ অক্টোবর ২০২৫, ১১:১২ এএম

    আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'তে ইসরায়েলের অবৈধ আটকাদেশের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

    বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

    বিবৃতিতে তারা বলেন, 'আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে গাজার অবরোধ ভাঙতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এতে ৫০টিরও বেশি জাহাজ যুক্ত হয়, যা পরে তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও অংশ নেয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা ও মাগরেব সুমুদ ফ্লোটিলাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ৪৪টিরও বেশি দেশের হাজারো নাগরিক এই বহরে অংশ নেন।'

    তারা আরো জানান, 'গাজার উপকূলে পৌঁছালে ইসরায়েলি বাহিনী বহরটির ওপর আগ্রাসী হামলা চালায় এবং ইতোমধ্যে ৯টিরও বেশি জাহাজ জোরপূর্বক আটক করে নিয়ে যায়। মানবিক সহায়তাবাহী নৌবহরের ওপর এ হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।'

    ইউটিএল নেতৃবৃন্দ জাতিসংঘ, ওআইসি ও বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'ইসরায়েলকে এই অবৈধ কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে এবং ফ্লোটিলা সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।'

    তারা একইসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিও আনুষ্ঠানিক নিন্দা প্রকাশ ও আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় কূটনৈতিক ভূমিকা রাখার দাবি জানান।

    বিবৃতিতে ইউটিএল নেতারা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া সকল মানবিক সহায়তাকারীর প্রতি সংহতি জানান এবং তাদের মঙ্গল কামনা করেন। একইসঙ্গে নৌযানে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম, ব্রিটিশ-বাংলাদেশি সাহায্যকর্মী রুহি লোরেনসহ সকল মানবাধিকারকর্মীর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

    ফাহিম হাসনাত/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…