ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে এসআই ফারুক হোসেনের নেতৃত্বে কসবা থানার একটি টিম উপজেলার আকছিনা কবরস্থানের রাস্তা থেকে এসব মদ জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে মো. সুমন মিয়া (২৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি মুরাদনগর থানার কামাল্লা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মদ অবৈধভাবে সেখানে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক সুমনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এসকে/আরআই