রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঘটনা ঘটার পর এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
পরিবার সূত্রে জানা যায়, তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী সন্ধ্যা ৬টার দিকে কান্দ্রা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে সাহেব আলীর ভ্যানে করে বিলপাড়া গ্রামের নানাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে পালোপাড়া কবরস্থানের সামনে পৌঁছালে সাহেব আলী সুযোগ বুঝে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন।
পরে সন্ধ্যা ৭টার দিকে সাহেব আলী শিশুটিকে নানাবাড়ির সামনে নামিয়ে দ্রুত পালিয়ে যান। বাড়িতে গিয়ে ঘটনা জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুটির বাবা পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর বাবা জানান, 'আমার ছোট মেয়েটার সঙ্গে যে অমানবিক কাজ হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।'
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, 'লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্ত ভ্যানচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।'
এসকে/আরআই