জামালপুরের দেওয়ানগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার দক্ষিণ চিকাজানি এলাকায় দেওয়ানগঞ্জ সচেতন নাগরিকদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, নাদু ও তার ভাই সুজন ওয়াজেদ আলীর ছেলে—দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তারা বর্তমানে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ বাসার। এছাড়াও স্থানীয় বাসিন্দা একরামুল হক, মনসুর হেল্লাজ, আবুল কালাম আজাদসহ অনেকে বলেন, নাদু ও সুজনের বিরুদ্ধে বহুবার অভিযোগ করা হলেও এখনো তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, '২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।'
এসকে/আরআই