কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ ৩৮ জনকে আটক রাখা স্থান থেকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় মানব পাচার চক্রের দুই সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) ২ টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা জানতে পারে অবৈধ পন্থায় সাগরপথে মালয়েশিয়া পাচার করার উদ্দেশ্যে প্রায় অর্ধশতাধিক নারী, শিশুসহ বাহারছড়া ইউনিয়নের অন্তর্গত মানব পাচারকারীদের আস্তানা ক্ষ্যত কচ্ছপিয়া পাহাড়ে আটকে রেখেছে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাত দুইটার দিকে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের যৌথ সমন্বয়ে অভিযানিক দলের সদস্যরা অত্র ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে গোপন আস্তানায় বন্দি করে রাখা ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ সর্বমোট ৩৮ জন ভিকটিমকে উদ্ধার করে।
এ সময় উক্ত বাহিনীর সদস্যরা পাচার চক্রের সাথে জড়িত থাকার অপরাধে দুজন মানব পাচারকারীকেও আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ভুক্তভোগী ভিকটিমদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি, পাচারকারীরা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় এবং অবৈধ পন্থায় পাচার করার উদ্দেশ্যে বন্দি রেখে নির্যাতন করছিল।
উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তর ও আটককৃত দুই পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এসকে/আরআই