পাবনার আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছানিম হোসেন (১৬) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চাঁদভা ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছানিম ভিটাপাড়া গ্রামের জুয়েল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছানিম হোসেন ঘটনার দিন সকালে একই গ্রামে তার মামা সোহেল রানার বাড়িতে দাওয়াত খেতে যায়। পরে মোটরসাইকেল নিয়ে লক্ষণপুর সড়কে ঘুরছিল সে। এ সময় দ্রুতগামী মাছভর্তি একটি ভটভটি গাড়ি দেখে মোটরসাইকেল চালক সেলিম হাইড্রোলিক ব্রেক ধরলে নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙা ব্রিজের সামনে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে ভটভটি গাড়িটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা ছানিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ইউপি সদস্য আব্দুল রব।
এসকে/আরআই