পূজার ছুটিতে দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস বন্ধ থাকায় ভেতরে অবস্থানরত কুকুরগুলো খাবারের সংকটে পড়ে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এগিয়ে এসে প্রাণীগুলোর জন্য খাবারের ব্যবস্থা করেন।
এমন মানবিক উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। তার আহ্বানে গত ২৫ সেপ্টেম্বর থেকে সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রতিদিন কুকুরগুলোর জন্য খাবার সরবরাহ করে আসছেন।
এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, 'ক্যাম্পাসের কুকুরগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী। ক্যাম্পাস বন্ধ থাকায় তারা কষ্ট পাচ্ছিল। ছাত্রদল যে তাদের খাবারের দায়িত্ব নিয়েছে, এটা সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক কাজ আমাদেরও অনুপ্রাণিত করে।'
আরিফুল ইসলাম আরিফ জানান, 'কুকুর অবলা প্রাণী, ক্যাম্পাসে তারা সব সময় অবস্থান করে। কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাফেটেরিয়াও বন্ধ, ভেতরে কোনো আয়োজনও নেই। ফলে তারা খাবারের সংকটে পড়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা দ্রুত খাবারের ব্যবস্থা করি। ছাত্রদল মানবিক ও সাম্যের রাজনীতিতে বিশ্বাসী।'
উদ্যোগে আরও সহযোগিতা করেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, আহ্বায়ক সদস্য রাহাত হাসান, মাসফিকুল ইসলাম রাইন, সাইফুল ইসলাম রাফিদ, আতাউল্লাহ আহাদ, আশরাফুল ইসলামসহ আরও অনেকে।
শিক্ষার্থীরা এই পদক্ষেপকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, প্রাণীদের জন্য এমন কাজ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে।
এফএস