এইমাত্র
  • ৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে মামলা
  • চেয়ারম্যান অসুস্থ, আজ পাঠানো হচ্ছে না হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি
  • লক্ষ্মীপুরে প্রধান শিক্ষক কতৃক ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ
  • সাগরে ফের লঘুচাপের আভাস
  • হিলিতে ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা
  • ‘অন্তর্বর্তী সরকার ১৫ মাসে যা করেছে, অতীতে কেউ করতে পারেনি’
  • জকসুতে ছাত্রদলের প্যানেল পুনর্বিবেচনার দাবি ছাত্রদল কর্মীর
  • লি‌বিয়া থেকে ফিরেছেন ১৭০ বাংলাদে‌শি
  • দুই উপায়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: চিফ প্রসিকিউটর
  • শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে
  • আজ মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৮ নভেম্বর, ২০২৫
    রাজনীতি

    ‌‌‘আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম

    ‌‌‘আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম
    সংগৃহীত ছবি

    আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    শনিবার (০৪ অক্টোবর) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জাতি হিসেবে এখানে আমরা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান দশকের পর দশক বসবাস করে আসছি। পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো, সেখানে বাংলাদেশ বিশেষ স্থানে। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান। বাকিরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই।

    তিনি বলেন, আমরা যেমন আল্লাহ তায়ালার দরবারে আবেদন করে এই দুনিয়ায় জন্ম নিইনি, অন্য ধর্মের অনুসারীরাও ঠিক তেমনিভাবে জন্ম নিয়েছেন। সবাই আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে এসেছেন। মানুষের সামনে বিভিন্ন ধর্ম ও মত রয়েছে। আল্লাহ মানুষকে বিচার-বিবেচনা ও বিবেক দান করেছেন। সেই বিবেক দিয়েই মানুষ নিজের জন্য ধর্ম নির্বাচন করবে।

    জামায়াত আমির বলেন, আল্লাহ প্রদত্ত শাশ্বত বিধান এবং খাতেমুন নাবিয়্যিনের মাধ্যমে প্রাপ্ত আলোকিত দিকনির্দেশনা—আল কোরআনকে জীবনে বাস্তবায়ন করা এবং মুহাম্মদ (সা.)-এর দাওয়াত ও কর্মপদ্ধতি অনুসরণ করা দাঈদের কর্তব্য। কারণ মানুষ সমাজবদ্ধ প্রাণী, এই সত্য উপেক্ষা করার সুযোগ কারও নেই।

    তিনি আরও বলেন, এখানে যারা আছেন, তারা মানুষকে সত্য ও সুন্দর সমাজ গঠনে অনুপ্রাণিত করেন। কল্যাণকামী হতে উদ্বুদ্ধ করেন। ঠিক যেমন রাসূলে কারীম (সা.) মানবজাতির প্রতি তার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন, দাঈ ইলাল্লাহ হিসেবে মানুষকে দ্বীনের পথে আহ্বান জানিয়েছিলেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…