এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    ম্যাচসেরার পুরস্কার এলাকার অসহায়দের দেবেন শরিফুল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পিএম

    ম্যাচসেরার পুরস্কার এলাকার অসহায়দের দেবেন শরিফুল

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পিএম
    সংগৃহীত ছবি

    আফগানিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। বল হাতে এক উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ে নজর কেড়েছেন তিনি, রান তাড়ার চাপের মুহূর্তে ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করেছেন দুই বাউন্ডারির মাধ্যমে অপরাজিত থাকার মাধ্যমে। তবে এই পারফরম্যান্সের সেরা মুহূর্ত হলো তার মানবিক উদ্যোগ।

    ম্যাচসেরার পুরস্কার হিসেবে জেতা অর্থ এবার তিনি দান করবেন নিজের জন্মস্থান পঞ্চগড়ের অসহায় মানুষদের। সামাজিক মাধ্যমে এক ঘোষণায় শরিফুল জানান, আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচে যতবারই তিনি ম্যাচসেরার পুরস্কার জিতবেন, প্রতিবারই সেই অর্থ তিনি এলাকার গরিব ও অসহায় মানুষের সহায়তায় বিতরণ করবেন।

    তিনি লিখেন, ‘দোয়া করবেন যেন আল্লাহ আমাকে নিয়মিতভাবে এই কাজ করার তৌফিক দেন।’

    সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের উইকেট নেন শরিফুল। এরপর বাংলাদেশের রান তাড়ায় শেষে ফিনিশারের দায়িত্বও পালন করেন। শেষ মুহূর্তের চাপের মধ্যে ১৯তম ওভারের শেষ দুই বলে বাউন্ডারি ও সিঙ্গেল নেওয়ার পর, ২০তম ওভারের প্রথম বলেই চার হাঁকিয়ে দলকে ২ উইকেটে জয় এনে দেন। ম্যাচসেরার পুরস্কার হিসেবে ৫০ হাজার আফগানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ হাজার টাকা) জিতে তা পুরোপুরি দানের সিদ্ধান্ত নিয়েছেন এই টাইগার পেসার।

    এটি নতুন কোনো উদ্যোগ নয়। নিজের জন্মস্থান নিয়ে শরিফুল আগেও সচেতনতা প্রকাশ করেছেন। পঞ্চগড়ে মাদক ও স্বাস্থ্য সমস্যার বিষয়ে তিনি ইতিমধ্যেই আওয়াজ তুলেছেন এবং ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি তুলেছেন।

    বাংলাদেশের নজর এখন তৃতীয় টি-টোয়েন্টিতে। আফগানিস্তানের হোয়াইটওয়াশ মিশনে রোববার (৫ অক্টোবর) মাঠে নামবে টাইগাররা। শরিফুলের পারফরম্যান্স ও মানবিক উদ্যোগ খেলা ছাড়াও দর্শকদের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…