ছয় দফা দাবিতে দেশব্যাপী ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ও ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এই মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়দিকে প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়, যার কারণে মহাসড়কের পথচারী ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। দুপুর ১টার দিকে ছয় দফা দাবির ঘোষণা ও ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মানববন্ধন ও অবরোধ সমাপ্তি করেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি দাবিগুলো মেনে না নেন, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত চট্টগ্রাম খুলশী শাখার অফিসার ও আন্দোলনের কোঅর্ডিনেটর ইমরান খান।
চাকরিচ্যুত ও ওএসডি কর্মকর্তা-কর্মচারীদের সূত্রে জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ও ওএসডি হওয়া কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে দশটার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মানববন্ধন শুরু করেন। মানববন্ধন শেষে এক পর্যায়ে বেলা ১১:২০ মিনিটের দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়দিকে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়দিকে প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়, যার কারণে মহাসড়কের পথচারী ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।
এ সময় চাকরিচ্যুত চট্টগ্রাম খুলশী শাখার অফিসার ও আন্দোলনের কোঅর্ডিনেটর ইমরান খানের সাথে কথা বললে তিনি বলেন, চাকরিচ্যুত ও ওএসডির ক্ষেত্রে কোনো নিয়ম না মেনে হঠাৎ দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামী ব্যাংকের শাখায় চার হাজার ৭০০ জনকে ওএসডি ও প্রায় ৪০০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। আজ আমরা দাবিগুলো সাময়িক সড়ক অবরোধ করে ছয় দফা দাবি ঘোষণা দিয়ে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে অবরোধ স্থগিত করি। আমাদের এই দাবিগুলো যদি ২৪ ঘণ্টার মধ্যে মেনে নেওয়া না হয়, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
এর প্রতিবাদে ছয় দফা দাবি তুলে ধরেন কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে- চাকরিচ্যুতদের স্বপদে বহাল, দূরবর্তী শাখায় বদলিকৃতদের কাছাকাছি আনা, অবৈধ প্রমোশনের তদন্ত, বৈষম্যহীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত কর্মপরিবেশ সৃষ্টি, শর্ত আরোপ করে নেওয়া এসেসমেন্ট টেস্ট বন্ধ এবং চট্টগ্রামের কর্মকর্তাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা।
মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) লাবিব আব্দুল্লাহ বলেন, ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডি হওয়া শত শত কর্মকর্তা ও কর্মচারীরা ছয় দফা দাবি নিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। পরে তাদেরকে মহাসড়কে মানুষের দুর্ভোগের বিষয়টি বুঝিয়ে বললে তারা এক পর্যায়ে সরে যান। মহাসড়কে প্রায় এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল। যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে।
এসআর