ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় প্রতিদিনই তীব্র যানজট লেগে থাকে। সড়কের বেহাল অবস্থাই এই যানজটের মূল কারণ বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) সকালে ওই মহাসড়কের দুরবস্থা পরিদর্শনে এসে নিজেও যানজটে পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামার পর তিনি সড়ক পথে সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা দেন। আশুগঞ্জে পৌঁছাতেই তার গাড়িবহর দীর্ঘ যানজটে আটকা পড়ে। দুপুর পৌনে ১২টা পর্যন্ত আশুগঞ্জের সোহাগপুর এলাকায় উপদেষ্টার গাড়িবহর আটকা ছিল বলে জানা গেছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে উপদেষ্টার গাড়িবহর রওনা দেয়। কিছু দূর এগোতেই সোহাগপুর এলাকায় যানজটে আটকে পড়েন উপদেষ্টা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। হাইওয়ে ও থানা পুলিশ যৌথভাবে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের দাবি, এক পাশে মালামাল রেখে সড়ক সংস্কারকাজ এবং সড়কের খানাখন্দের কারণেই এই যানজটের অবনতি ঘটেছে।
এসকে/আরআই