এইমাত্র
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • হাড় কাঁপাতে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘পরশ’
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    মেক্সিকোতে প্রবল বর্ষণে নিহত অন্তত ২৮

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৮:১২ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৮:১২ এএম

    মেক্সিকোতে প্রবল বর্ষণে নিহত অন্তত ২৮

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৮:১২ এএম

    মেক্সিকোতে টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং দেশব্যাপী ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (১০ অক্টোবর) তারা এ তথ্য জানিয়েছে।

    দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, ৩২টি রাজ্যের মধ্যে ৩১টিতে ভারি বৃষ্টিপাত হয়েছে। যার ফলে নদীগুলোর কূল ডুবে গেছে।

    অনেক গ্রাম প্লাবিত হয়েছে, ভূমিধসের ঘটনা ঘটেছে এবং সড়ক ও সেতু ধসে পড়েছে।

    সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যাঞ্চলের হিদালগো রাজ্য, যেখানে অন্তত ১৬ জন মারা গেছেন। এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৯০টি সম্প্রদায়ের সঙ্গে উদ্ধারকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশের পুয়েবলা রাজ্যে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

    স্থানীয় প্রশাসনের আশঙ্কা, আরো নিখোঁজ মানুষ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। কেবল এই রাজ্যেই প্রায় ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

    ভেরাক্রুজ রাজ্যে দুইজন এবং কেরেতারো রাজ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

    রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবাম স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন, ‘আমরা জনগণকে সহায়তা দিতে, সড়কগুলো পুনরায় চালু করতে এবং বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে কাজ করছি।

    তিনি আরো জানান, উদ্ধার অভিযানে হাজারো সেনাসদস্য, নৌকা, বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

    জাতীয় সিভিল ডিফেন্স সমন্বয়ক লাউরা ভেলাজকেজ বলেন, ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ভূমিধস, নদীর পানি উপচে পড়া এবং সড়ক ধসে পড়ার ঘটনা ঘটেছে। সেনাবাহিনী উদ্ধার সরঞ্জাম, যানবাহন ও ত্রাণ বিতরণে সহায়তা করছে। বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

    প্রধান বিপর্যয়টি ঘটেছে সিয়েরা মাদ্রে ওরিয়েন্তাল পর্বতমালায়, যা মেক্সিকো উপসাগরের সমান্তরালে বিস্তৃত।

    চলতি বছর ২০২৫ সালে মেক্সিকোতে অস্বাভাবিকভাবে ভারি বৃষ্টিপাত হচ্ছে। রাজধানী মেক্সিকো সিটিতে বৃষ্টিপাতের নতুন রেকর্ড হয়েছে।

    আবহাওয়াবিদ ইসিদ্রো কানো জানান, বৃহস্পতিবার থেকে প্রবল বর্ষণের কারণ হলো মৌসুমি পরিবর্তন ও উষ্ণ, আর্দ্র বাতাসের কারণে মেঘের ঘন সৃষ্টি। এই বায়ু মেক্সিকো উপসাগর থেকে উঠে পর্বতের ঢালে গিয়ে সংঘর্ষ ঘটাচ্ছে।

    এদিকে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, সপ্তাহের শেষে রেমন্ড ঝড় বাহা ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে। তবে রবিবারের মধ্যে এটি দুর্বল হয়ে ট্রপিক্যাল ডিপ্রেশনে পরিণত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…