ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আশপাশ থেকে তিন ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ও বিকেলে পৃথক সময়ে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত তিনজনই পুরুষ; তবে কারো পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে হাসপাতালের গেইটের সামনে থেকে অজ্ঞাত এক পুরুষের (৫০) মরদেহ উদ্ধার করা হয়। বিকেল ৫টার দিকে জরুরি বিভাগের সামনে থেকে আরেকজন (৬০) এবং বিকেল সোয়া ৫টার দিকে জরুরি বিভাগের মেইন গেইটের বিপরীত পাশে প্রাচীরের কাছ থেকে তৃতীয় অজ্ঞাত পুরুষের (৩০) মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ট্রিপল নাইনে সংবাদ পাওয়ার পর শাহবাগ থানার পুলিশ সদস্য সানাউল মিয়া পৃথক সময়ে মরদেহগুলো উদ্ধার করেন। নিহতদের পরনে ছিল ময়লাযুক্ত কাপড়চোপড়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা দীর্ঘদিন অসুস্থ অবস্থায় রাস্তায় ছিলেন এবং সেখানেই মারা গেছেন। মরদেহগুলো ঢামেক মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরডি