এইমাত্র
  • মুন্সিগঞ্জে পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল, এসআই ক্লোজড
  • আজ রাতে ভারত-বাংলাদেশ ধ্রুপদী লড়াই
  • ১০ মাসে ঢাকায় ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি
  • রাজবাড়ীতে বিএনপি নেতা বহিষ্কার
  • লক্ষীপুরে প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ
  • ৬৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মামলা
  • চেয়ারম্যান অসুস্থ, আজ পাঠানো হচ্ছে না হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি
  • সাগরে ফের লঘুচাপের আভাস
  • হিলিতে ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা
  • ‘অন্তর্বর্তী সরকার ১৫ মাসে যা করেছে, অতীতে কেউ করতে পারেনি’
  • আজ মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৮ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভিকারুননিসায় ফলাফলে ভাটা,কমেছে পাসের হার ও জিপিএ-৫

    অভিষেক মল্লিক, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
    অভিষেক মল্লিক, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

    ভিকারুননিসায় ফলাফলে ভাটা,কমেছে পাসের হার ও জিপিএ-৫

    অভিষেক মল্লিক, স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

    রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ বছর (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাস করেছেন ২ হাজার ৪৩৪ শিক্ষার্থী। এখান থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২ হাজার ৪৯৫ শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৬১ জন। এতে পাশের হার ৯৭ দশমিক ৫৬। গত বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ছিল ৯৯ দশমিক শূন্য ৬। এ বছর জিপিএ-৫ পেয়েছেন মোট ৯৮৬ জন। গত বছর এ সংখ্যা ছিল ১৭৩৭ জন।

    বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে প্রকাশ করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকালেই শিক্ষার্থীদের ফলাফল টাঙিয়ে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাজেদা বেগম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, 'সামগ্রিকভাবে যে ফলাফল হয়েছে, এতে মেধার মূল্যায়ন ঘটেছে। সরকার চেয়েছে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হোক।' অধ্যক্ষ এ সময় জানান, এ বছর এই প্রতিষ্ঠানের তিন বিভাগ থেকে মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ২ হাজার ৫১৪ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৯ জন। অকৃতকার্য হয়েছেন ৬১ জন। এ বছর জিপিএ-৫ এর হার ৩৯ দশমিক ৫২। তিনি আরও উল্লেখ করেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাপ্রতিষ্ঠানটি 'স্কুল ওরিয়েন্টেড'। ফলে এখানকার সব শিক্ষার্থী লটারির মাধ্যমে নির্বাচিত হয়ে ভর্তি হন। ভর্তি পরীক্ষা দিয়ে শুধু বাছাই করা শিক্ষার্থীই এখানে পড়েন না।

    ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিলেন ১ হাজার ৮৫৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ৭৯৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিয়েছিলেন ৩২২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০৫ জন। মানবিক বিভাগের পরীক্ষার্থী ছিল ৩১৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৮৪ জন।

    বৃহস্পতিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল জানতে উপস্থিত ছিলেন কয়েক শ শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা। মাঠজুড়ে ছিল হাসিমুখের শিক্ষার্থীদের মিলনমেলা। তাঁরা শিক্ষকদের দেখলে ছুটে যাচ্ছিলেন, ছবি তুলছিলেন এবং একসঙ্গে জড়ো হয়ে পোজ দিচ্ছিলেন গণমাধ্যমের ক্যামেরার সামনে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…