আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুই ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচে অংশ নিতে ঢাকা আসছেন হামজা চৌধুরী ও সমিত সোম।
রোববার (৯ নভেম্বর) জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকায় পৌঁছাবেন। অন্যদিকে, সমিত সোম মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঢাকায় আসবেন।
আমের খান আরও বলেন, নেপাল ম্যাচে হামজা খেলবেন কি না, তা পুরোপুরি কোচের সিদ্ধান্তে নির্ভর করছে। হামজা লাল সবুজ জার্সিতে অভিষেক করেন ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এখন পর্যন্ত তিনি পাঁচ ম্যাচে দুই গোল করেছেন এবং একটি গোলের সহযোগিতা দিয়েছেন।
বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে শেষ হয়েছে, যেখানে চার ম্যাচে দুটিতে ড্র ও দুটিতে পরাজয় হয়েছে। বর্তমানে জাতীয় স্টেডিয়ামে চলছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের কারণে ফুটবল দলকে অনুশীলনের জন্য স্থানান্তরিত করা হয়েছে কিংস অ্যারেনায়।
এবি