এইমাত্র
  • অ্যাশেজসহ টিভিতে আজকের খেলা (৭ ডিসেম্বর ২০২৫)
  • মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
  • তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১
  • লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আশুলিয়ায় রাস্তা বন্ধ করে অবৈধ প্রাচীর নির্মাণ, ভোগান্তিতে শতাধিক পরিবার

    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

    আশুলিয়ায় রাস্তা বন্ধ করে অবৈধ প্রাচীর নির্মাণ, ভোগান্তিতে শতাধিক পরিবার

    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

    আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া ফাল্গুনী আবাসিক এলাকায় চলাচলের প্রধান রাস্তা বন্ধ করে অবৈধভাবে প্রাচীর নির্মাণ করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দলিল অনুযায়ী ৮ ফিট রাস্তা থাকার কথা থাকলেও স্থানীয় বাসিন্দা জালাল উদ্দীন দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে পথটি মাত্র ২ ফিট খোলা রেখে বাকি অংশে প্রাচীর তুলে চলাচল প্রায় অচল করে দিয়েছেন, এমন অভিযোগ করেছে এলাকাবাসী।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ভুক্তভোগী বাসিন্দারা ডেন্ডাবর নতুনপাড়া ফাল্গুনী আবাসিক এলাকার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তারা রাস্তা দখলমুক্ত করে চলাচলের উপযোগী করার দাবি জানানো এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের অনুরোধ করা হয়।

    সংবাদ সম্মেলনে বলা হয়, জালাল উদ্দীন তার ছেলের বউ নুসরাত সাহারা বিথীর প্রভাব ব্যবহার করছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত হওয়ায় সেই পরিচয়কে ঢাল বানিয়ে কেউ প্রতিবাদ করলেই হুমকি-ধমকির মুখে পড়তে হয়। এ কারণে অনেকেই নিজের ক্ষতির আশঙ্কায় চুপ থাকেন।

    এলাকাবাসীর পক্ষ থেকে কথা বলায় আরমান হোসেন সোহাগ নামের এক যুবকও ভয়ভীতি ও হুমকির শিকার হচ্ছেন। গত ২৯ অক্টোবর সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহাগের মা আক্তারি খানমকে মারধর করার অভিযোগ রয়েছে জালাল উদ্দীন ও তার সহযোগীদের বিরুদ্ধে। আহত অবস্থায় আক্তারি খানমকে চিকিৎসা শেষে আশুলিয়া থানায় মামলা করেন সোহাগ। মামলা করার পর থেকে তার পরিবারকে আরও বেশি ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

    সোহাগ বলেন, 'অনেক বছর আগে আমরা এখানে বাড়ি করি। তখন রাস্তা ছিল ৮ ফিট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন পরিবারের সংখ্যা বাড়তে থাকে ঠিক সেই সুযোগ কাজে লাগিয়ে রাস্তা দখল করে প্রাচীর দেন স্থানীয় বাসিন্দা জালাল উদ্দীন। আমিসহ আমার প্রতিবেশী সবাই প্রতিবাদ করলেও তিনি কারও কথা না শুনে উল্টো আমার মাকে মারধর করা হয়েছে। এখনও প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে।'

    তিনি আরও বলেন, 'এই রাস্তা আমার একার নয়, সবার। তাই প্রশাসনের কাছে অনুরোধ, মানুষের চলাচলের রাস্তা যেন দ্রুত উন্মুক্ত করা হয়।'

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…