এইমাত্র
  • মুক্তিযুদ্ধের ইতিহাসে মোড় ঘোরানোর দিন
  • পাবনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
  • অ্যাশেজসহ টিভিতে আজকের খেলা (৭ ডিসেম্বর ২০২৫)
  • মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
  • তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১
  • লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মাসালং বাজারে দুই বছর পর বিশুদ্ধ পানির ব্যবস্থা

    মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:০৭ পিএম
    মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

    মাসালং বাজারে দুই বছর পর বিশুদ্ধ পানির ব্যবস্থা

    মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

    রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের মাসালং বাজারে দীর্ঘ দুই বছর পর আবারো সচল হলো বিশুদ্ধ পানির সরবরাহ ব্যবস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পরিত্যক্ত এ পানি পয়েন্টটি সংস্কার করে স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মাসালং বাজারের বিশুদ্ধ পানি সুবিধাটি পুনরায় জীবন্ত রূপ পায়।

    “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” এই মূল লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণ এবং সাজেকগামী পর্যটকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জানা যায়, সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ তাদের মধ্যে নতুন আস্থা তৈরি করেছে। পানির মতো মৌলিক সুবিধা সচল হওয়ায় স্থানীয় জীবনযাত্রায় স্বস্তি ফিরেছে।

    মাসালং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা বলেন “সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিশেষ করে দীর্ঘদিন ধরে সুপেয় পানির মাধ্যমটি বন্ধ ছিলো আবারো নতুন করে সচল হওয়ায় দূর দুরান্ত হতে আগত জনসাধারণ, ব্যবসায়ী ও পর্যটকদের জন্যও অনেক বেশী উপকারে আসবে।

    স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা আবেগভরে জানান “মাসালং বাজারে বিশুদ্ধ পানির অভাবে আমরা বহুদিন কষ্ট করেছি। আজ সেনাবাহিনীর প্রচেষ্টায় সেই সংকট দূর হলো।”

    ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর জিল্লুর রহমান বলেন, মাসালং বাজার হয়ে ভুয়াছড়ি এলাকা পরিদর্শন কালে সুপেয় পানির অভাব পরিলক্ষিত হলে বাঘাইহাট জোনের উদ্যোগে নতুনভাবে সুপেয় পানি নিয়মিত পাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে। “পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান থাকবে।”

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…