Published : 20-06-2016, 1:06 am | Edited : 20-06-2016, 3:57 pm
সম্পাদনা রাফিদুল হাসান, সময়ের কণ্ঠস্বর- আজ থেকে প্রায় ১২০০ বছর পুর্বে ৭৮০ খ্রিষ্টাব্দে পারস্যে জন্মগ্রহন করেন তৎকালীন সময়ের সেরা বিজ্ঞানিদের মাঝে একজন “মুহাম্মদ ইবনে মূসা আল খোয়ারিজমি”। সেই সময়কার জ্ঞান চর্চার সর্ব শ্রেষ্ঠ স্থান অর্থাৎ বাগদাদের ‘বাইতুল হিকমাহ’ এর পন্ডিত এই ‘আল খোয়ারিজমি’ ছিলেন একাধারে গনিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষী ও ভূগোলবিদ।