আফসানা নিশি, লাইফস্টাইল কন্ট্রিবিউটার, সময়ের কণ্ঠস্বর। গোলাপ ফুল পছন্দ করে না এমন ব্যক্তি আছে বলে আমার মনে হয় না। আর যে কোন অনুষ্ঠান যেনো গোলাপ ফুল বাদে অসম্পূর্ণ থেকে যায়। বিয়ে,গাঁয়ে হলুদ,জন্মদিন সবকিছুতে গোলাপ চায় চায় তবে রুপচর্চায় নয় কেনো? ঠিক তাই, গোলাপ ফুল দিয়ে করতে পারেন আপনার ত্বকের যত্ন।