Published : 11-05-2017, 5:12 am | Edited : 11-05-2017, 5:12 am
বিনোদন ডেস্কঃ গতকাল রাতে ভারতের মুম্বাই মাতালেন জাস্টিন বিবার। বিবার অতি সাধারণ একটি পোশাকে স্টেজে পারফ্রম করেন। তার পরনে ছিল সাদা টিশার্ট, হাফপ্যেন্ট আর পায়ে ছিল কেডস। মুম্বাইয়ের ডি ওয়াই পটেল স্টেডিয়াম গতকাল বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ছিল শুধুই বিবারময়। ২৩ বছরের পপ সেনসেশন স্টেজে ঢুকেন আতসবাজির মধ্যে