Published : 14-06-2017, 10:09 am | Edited : 14-06-2017, 10:09 am
দিনাজপুরঃ জেলায় চলতি অর্থবছরে ১৩টি উপজেলায় ১৬ হাজার ৩৬২ জন অসহায়, অস্বচ্ছল, প্রতিবন্ধীদের ভাতার প্রদান করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৪০০ টাকা। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্টিফেন মুর্মু জানান, সমাজে প্রতিবন্ধীরা যাতে অবহেলিত এবং অসহায় জীবন-যাপন না করে সে জন্য সরকার সারা দেশে
Published : 29-05-2017, 5:03 am | Edited : 29-05-2017, 5:03 am
মানিকগঞ্জ: সরকারের পাশাপাশি মানিকগঞ্জ পৌরসভা নিজেদের উদ্যেগে ৮০ জন দুস্থ বিধবা নারীকে মাসিক ভাতার আওতায় আনা হয়েছে। তারা এখন থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর এসব দুস্থ নারিদের ১৫শ টাকা করে ভাতা প্রদান করবেন। রোববার (২৮ মে) মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই সব দুস্থ নারীদের হাতে প্রথম কিস্তির ভাতা দেয়া হয়।