Published : 05-06-2017, 4:47 am | Edited : 05-06-2017, 4:47 am
ক্রীড়া ডেস্কঃ মুশফিকুর রহিম বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটের অধিনায়ক। অথচ চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে মুশফিকুরের নামটাই ঠিক মতো মনে করতে পারলেন না অস্ট্রেলিয় অধিনায়ক স্টিভেন স্মিথ। না পারারই কথা! কারণ কালে ভদ্রে অস্ট্রেলিয়ার সঙ্গে দেখা হয় দু'দলের। ওয়ানডেতে সর্বশেষ মুখোমুখি হয়েছে ৬ বছর আগে, ২০১১ সালে। টি-টোয়েন্টিতে
Published : 15-05-2017, 12:37 am | Edited : 15-05-2017, 12:37 am
ক্রীড়া ডেস্কঃ মা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার মুশফিকুর রহিম তার ফেসফুকে স্ট্যাটাস দিয়েছেন। বাংলা ও ইংরেজিতে মাকে নিয়ে তিনি তার মনে কথা তুলে ধরেন। মায়ের সঙ্গে তোলা দুটো ছবিও তিনি পোস্ট করেছেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘আমি যে আজকে এতদূর আসতে পেরেছি এটার পেছনে আমার মায়ের অনেক