

আষাঢ়ের অপেক্ষায় থাকিনি আমি
থাকিনি বসে কখন ফুটবে কদম ফুল
সারাটি জীবন ঝরেছে আষাঢ় জানি
পথে পথে বুনেছি কষ্টের জলে ভুল
এক আষাঢ়ে কেঁদে কি হবে
একটু রোদে তা শুকিয়ে যাবে
আমার চোখের আষাঢ় সেতো ঝরবেই
শুকাবার নয় দারুন খরায় কোনদিনই।
তবু আষাঢ় তবু কদম ফুল
ফুটেছে যেনো তোমার কানের দুল।