১:০২ অপরাহ্ন | বৃহস্পতিবার, জুন ১৬, ২০১৬লাইফস্টাইল
লাইফস্টাইল ডেস্ক:
সব থেকে ছোঁয়াচে কী? কোনও রোগ জীবাণু? না। পৃথিবীতে সবচেয়ে ছোঁয়াচে হল হাই। সামনে কেউ তুললেই হল। ব্যাস সঙ্গে সঙ্গেই প্রায় সকলেরই হাই উঠতে শুরু করে। কিন্তু কেন এমনটা হয়? বিশেষজ্ঞরা বলছেন, ঘুম পেলে শরীরে অক্সিজেনের ঘাটতি হয়, তখন হাই ওঠে। তবে শুধু কি ঘুম পেলেই হাই ওঠে? আর হাই ছোঁয়াচেই বা কেন? বিশেষজ্ঞরাও খুঁজছেন এর উত্তর। চলুন হাই সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাক।
জানেন কি হাই তোলা বেশ কিছু রোগের লক্ষণও হতে পারে? খুব বেশি হাই উঠলে হতেই পারে যে আপনার স্নায়ুর সমস্যা রয়েছে। শুধু ঘুম পেলে বা অক্সিজেন কমে গেলে নয়। বোর হলেও আমরা হাই তুলি।
ঠিক কত ক্ষণ ধরে আমরা হাই তুলি?
২০১২ সালে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী হাই গড়ে ৬ সেকেন্ড স্থায়ী হয়।
শ্বাস খুব ছোট হয়ে এলেও হাই ওঠে। ভ্রুণরাও গর্ভাবস্থায় হাই তোলে। ব্রেন ঠাণ্ডা রাখার জন্যও হাই ওঠে। প্রিয় বন্ধুদের মধ্যে হাই সবচেয়ে ছোঁয়াচে? যিনি আপনার সামনে হাই তুলছেন তার সঙ্গে আপনার সম্পর্কের গভীরতার ওপর নির্ভর করে বাড়ে হাই তোলার প্রবণতাও।
সামনের জন হাই তুললে আমাদেরও হাই উঠবেই। এটা শুধু মানুষের মধ্যেই নয়। পশুদের মধ্যেও হাই ছোঁয়াচে। কুকুর, বেবুন সকলেই হাই দেখলে হাই তোলে।