এম এ হাকিম ভূঁইয়া, আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করেছেন। এরা হলেন- নোয়াপাড়া এলাকার কবির হোসেন, নৈকাউন এলাকার নুরুল ইসলাম, শিবপুর এলাকার জানে আলম, কড়ইতলা এলাকার দুলাল ও হানিফা। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মোঃ সফিউল আজম খান সময়ের কণ্ঠস্বরকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে অভিযোগ রয়েছে। আজ বৃহম্পতিবার তাদেরকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।